চট্টগ্রাম, ২৫ এপ্রিল, ২০২০:
আজ ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছে জব্বারের ঐতিহাসিক বলীখেলা ও বৈশাখী মেলা। ইতিমধ্যে বৈশাখী মেলার পণ্য ও পসরা নিয়ে হাজির হয়েছে বিক্রেতারা। এদিকে বিকাল থেকে লালদিঘি সংলগ্ন জেলা পরিষদ মার্কেট চত্বরে বিকাল তিনটা থেকে শুরু হয়েছে আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় এবার ১০০ জন বলি অংশ নেওয়ার কথা।১১৩ তম আসরের বলি খেলার উদ্বোধন করার কথা ছিল চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের।
মেলা ও বলিখেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে বৈশাখী মেলায় গতকাল রবিবার থেকে শুরু হয়েছে বেচাবিক্রি। মেলায় এসেছে পাখা, চালুনি, কুলা,কাঁচের চুড়ি, নানা ইমিটেশন, ফুলঝাড়ু, মণ্ডা-মিঠাই, মোয়া, মাটির তৈরি তৈজসপত্র সহ নানা কুঠির শিল্পজাত ও লোকজ পণ্য। গৃহস্থালির প্রয়োজনীয় পণ্যে ক্রেতাদের আকর্ষণ বেশি। এছাড়া এসেছে আধুনিক হাল ফ্যাশনের পণ্যের দোকানও।
এর আগে গত শনিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন লাইব্রেরি ভবনে উন্মোচন করা হয়েছে কুস্তি প্রতিযোগিতার ট্রফি । চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী এই ট্রফি উন্মোচন করেছিলেন।
প্রসঙ্গত বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করতে চট্টগ্রামের লালদিঘির বৈশাখী মেলার অনন্য ভূমিকা আছে। অন্যদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি জড়িত এই মেলার জব্বারের বলিখেলা ইতিমধ্যে দেশের এক ঐতিহ্যবাহী অনুসঙ্গ হিসাবে রূপ লাভ করেছে। মহামারি করোনার কারণে গত দুই বছর মেলা হয়নি। এ বছরও পবিত্র রমজান মাসে মেলা। যে কারণে ৫ দিনের জায়গায় তিন দিনের হচ্ছে মেলা।
Discussion about this post