চট্টগ্রাম, ১২ মে,২০২২:
১০০ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আজ ১২ মে রাত ১টায় ফেনী থেকে আটক করেছে র্যাব। আটক মাদক ব্যবসায়ীরা হল-মোঃ মিন্টু প্রকাশ ভূট্ট (৩৪) ও মোঃ মাসুদ হাওলাদার (৩১)। প্রথমজন কুড়িগ্রাম ও দ্বিতীয় জন পটুয়াখালীর বাসিন্দা।
র্যাব -৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-৭, গোপন সংবাদে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাকযোগে গাঁজা বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম হতে ঢাকার দিকে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১ টার দিকে ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। সেখানে একটি ট্রাক থামিয়ে মিন্টু ও মাসুদকে আটক করে ট্রাক তল্লাশি করে ট্রাকের ভিতর থাকা পাঁচটি পাটের বস্তায় ভিতর হতে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আসামিদের গ্রেফতার এবং মাদকদ্রব্য বহনকৃত ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।
আসামিরা জিজ্ঞাসাবাদে ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে পরবর্তীতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে বলে স্বীকার করে।
গ্রেফতার আসামি মিন্টুর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় ১টি মাদক মামলা এবং মাসুদের বিরুদ্ধে একই থানায় ২টি মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post