চট্টগ্রাম, ১২ মে, ২০২২:
শ্রী লঙ্কার গণবিক্ষোভে প্রধানমন্ত্রীর পদ থেকে মাহিন্দা রাজাপাক্ষের পদত্যাগের ৩দিন পর নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন পাঁচবার প্রধানমন্ত্রী হওয়া শ্রী লঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা রনিল বিক্রমাসিংহে। আজ বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রীর শপথ পাঠ করান শ্রী লঙ্কার প্রেসিডেন্ট পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষের ভাই গোটবায়া রাজাপাক্ষে।
শ্রী লঙ্কার ডেইলি মিরর পত্রিকা জানায়, বিক্রমাসিংহে রাষ্ট্রপতির অফিসিয়াল হাউসে শপথ নেন এবং তারপর আশীর্বাদ পেতে ওয়ালুকারমা মন্দিরে যান।
এর আগে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্ষের সাথে রুদ্ধদ্বার আলোচনায় অংশ নিয়েছিলেন বিক্রমাসিংহে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষে নবনিযুক্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে শুভেচ্ছা জানিয়েছেন। একটি টুইটার পোস্টে তিনি বলেন, নব-নিযুক্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে অভিনন্দন। আমি আপনাদের মঙ্গল কামনা করছি।
রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের কয়েক মিনিট পর, শ্রী লঙ্কার মার্কিন রাষ্ট্রদূত জুলি চুং একটি টুইটার বার্তায় বলেন, তিনি নতুন প্রধানমন্ত্রীর সাথে কাজ করার জন্য উন্মুখ।
তিনি বলেন, তার নিয়োগ এবং একটি অন্তর্ভুক্তিমূলক সরকার দ্রুত গঠন, সংকট মোকাবেলা এবং স্থিতিশীলতা উন্নীত করার প্রথম পদক্ষেপ। ছবি: সংগৃহীত
Discussion about this post