চট্টগ্রাম,২৩ মে, ২০২২ :
ঢাকা মিরপুর টেস্টে মুশফিক লিটন জুটি ছাই ভস্ম থেকে টেনে তুললেন দলকে।
ব্যাটিং শুরুর পর ৬.৫ ওভারে ২৪ রানে ৫ উইকেট হারানো দলকে দুই মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিক- লিটন জুটি দিন শেষে ২৭৭ রানে নিয়ে গেলেন। দুজনে করলেন সেঞ্চুরি। দিনের শেষ বল পর্যন্ত খেলে সময় শেষে ফিরলেন মুশফিক ১১৫ ও লিটন ১৩৫ রানে অপরাজিত। লিটন খেললেন ২২১ বল আর মুশফিকুর রহিম ২৫২ বল। ষষ্ঠ উইকেট জুটিতে এটি বাংলাদেশের রেকর্ড জুটি। এর মধ্যে দুজনে অতীতের অনেকগুলো রেকর্ড ভেঙ্গেছেন।
টসে জিতে খুশিই হয়েছিলেন স্বাগতিক দলের অধিনায়ক মুমিনুল হক। কিন্তু সেই খুশির রেশ মুহূর্তেই ফিকে হয় যায়। কারণ
ব্যাটিংয়ে নেমেই মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান একে একে আউট হন। তামিম ও সাকিব শূন্য রানে আউট হন। ওপেনার জয়ও রানের খাতা খুলতে পারেননি। আর অধিনায়ক মুমিনুল নিজেও ৯ রানে করে আউট হয়ে সাজঘরে ফিরেন। রান পাননি নাজমুল শান্তও ( ৮)।
পেসার কাসুন রাজিথা তিনটি এবং অসিথা ফার্নান্দো তুলে নেন দুইটি উইকেট। এই অবস্থায় বাংলাদেশের ফিকে হয়ে আসা দ্বিতীয় টেস্টকে নতুন আশায় আলোকিত করেছেন মুশফিক ও লিটন দাস। এই নিয়ে টেস্ট সিরিজে টানা ২টি সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। এবং আজকেরটি নবম টেস্ট সেঞ্চুরি তার। আর আট টেস্টে এটি লিটনের তৃতীয় সেঞ্চুরি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাইজুল ইসরাম, মোসাদ্দেক হোসেন, সৈয়দ খালেদ আহমেদ এবং এবাদত হোসেন।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, প্রবীণ জয়াভিক্রমা, অসিথা ফার্নান্দো এবং কাসুন রাজিথা।
Discussion about this post