চট্টগ্রাম, ২৩ মে,২০২২:
র্যাব -৭, চট্টগ্রামের অভিযানে কক্সবাজার জেলার উখিয়া থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ কোটি ১০ লক্ষ টাকা।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে টমটম যোগে টেকনাফ হতে উখিয়ার দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে গত ২২ মে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফ রোডে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি টমটম তল্লাশী করে আসামি উখিয়ার মোঃ ইসমাইল @জয়নাল (২২), মোঃ জসিম উদ্দিন (২৫) ও জোবায়েদ উদ্দিনকে (২১) আটক করে। পরে তাদের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং আসামিদের গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে তিন ইয়াবা ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মায়ানমার সীমান্ত হতে সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা সংগ্রহ পূর্বক পরবর্তীতে তা কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি। ছবি: তিন ইয়াবা ব্যবসায়ী।