চট্টগ্রাম, ২৩ মে,২০২২:
চট্টগ্রাম বিমান বন্দর এলাকা থেকে র্যাবের অভিযানে চেক প্রতারণায় ১৫ মামলার আসামি মোহাম্মদ আব্দুল হক নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব। আবদুল হক ১৫ মামলার মধ্যে ৯ মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও অর্থ দণ্ডে দণ্ডিত আদালত কর্তৃক সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি । সে চট্টগ্রাম নগরের হালিশহরের বাসিন্দা।
গতকাল রবিবার সন্ধ্যায় র্যাব প্রতারক মোহাম্মদ আব্দুল হককে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের মেইন গেইটের সামনে পাকা রাস্তা থেকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, আবদুল হক নিজ কোম্পানিতে শেয়ার দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম ভাঙ্গিয়ে তার কোম্পানিতে চাকরি দেয়া এবং শেয়ার দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে এবং পরবর্তীতে তাদেরকে কোম্পানির শেয়ারের টাকার লভ্যাংশ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যাংকের চেক প্রদান করত। ভুক্তভোগী ব্যক্তিরা চেক নিয়ে ব্যাংকে গেলে দেখা যেত তার দেয়া চেকের বিপরীতে একাউন্টে কোন টাকা নেই। এভাবে সে বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষ ল্ক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
প্রতারণা করার জন্য সে নিজ জেলায় বসবাস না করে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হোটেল অথবা ভাড়া বাসায় কিংবা বন্ধু বা পরিচিতজনদের বাসায় বসবাস করত। এমন কি চট্টগ্রাম নগরের হালিশহরে তার একটি বাড়ি থাকলেও সেখানে থাকত না সে। প্রতারণার অংশ হিসাবে সে তার একাধিক মোবাইলে ঘন ঘন সিম পরিবর্তন করে ব্যবহার করত যাতে তার সাথে কেউ সহজে যোগাযোগ করতে না পারে।
র্যাব-৭, চট্টগ্রাম দীর্ঘদিন নজরদারি ও বিশেষ গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার গতিবিধি নজরদারি করে আসছিল। তারই ধারাবাহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম গতকাল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের এটিএম ও অন্যান্য কার্ড, বিদেশী ডানহিল সিগারেট, চেক বই, আইপ্যাড ট্যাব, বিভিন্ন ব্রান্ডের হাতঘড়ি, আইফোন এবং এ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।
আবদুল হক গ্রেপ্তারের পর তার এসব প্রতারণার কথা স্বীকার করেছে বলে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়। আবদুল প্রতারণা করে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে লাখ লাখ টাকা আত্মসাত ও বিভিন্ন ভুক্তভোগী কর্তৃক ঢাকা ও চট্টগ্রামে ১ কোটি ৩৫ লক্ষ টাকার ১৫ টি চেক জাল-জালিয়াতির মামলা রয়েছে বলে জানায়।
তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি: দুই র্যাব সদস্যের মাঝখানে আসামি আবদুল হক।