চট্টগ্রাম,৩০ মে, ২০২২:
গত দুই মাস দশ দিনে সবচেয়ে বেশি সূচকের উত্থান হয়েছে দেশের দুই পুঁজি বাজারে। পুঁজি বাজারের উত্থানে বৃহৎ মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ার পাশাপাশি স্বল্প মূলধনী কোম্পানির শেয়ারের দামও বেড়েছে।
মূলত দর কমানোর সব্বোর্চ সীমা দুই শতাংশ নির্ধারণের বাজার চাঙ্গা হয়ে উঠেছে। এতে বিনিয়োগকারীরা আবার কেনাবেচায় মেতে উঠে।
শেয়ার বাজার সূত্রে জানা গেছে, আজ সোমবার, ৩০ মে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ১৩১ দশমিক ৩৫ পয়েন্ট বা ২ দশমিক ১১ শতাংশ ।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ২ শতাংশ। সিএসইতে মিউচুয়াল ফান্ড সহ ২৭৮ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। যেখানে ২৩০ টির দর বেড়েছে। কমেছে ৩৪ টির। আর দর অপরিবর্তিত রয়েছে ১৪ টির। এদিন ২১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮ কোটি ১০ লাখ টাকা বেশি। শেয়ারের দাম বাড়ায় সিএএসপিআই সূচক দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪৭ দশমিক ৮১ পয়েন্ট। অর্থাৎ আজকে বেড়েছে ৩৬৭ দশমিক শূন্য ৪ পয়েন্ট।
Discussion about this post