চট্টগ্রাম, ২ জুন, ২০২২:
বাংলাদেশ ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে বিশ্ব খ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানকে। মূলত মুমিনুল হকের ব্যাটে রান খরা চলায় তার উপর চাপ কমাতে গত কিছুদিন থেকে তার টেস্ট দলের ক্যাপটেন্সি নিয় কথা হচ্ছিল। এর মধ্যে গত মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে একটি বৈঠক করেন মুমিনুল হক। বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, তিনি বোর্ডকে জানিয়েছেন যে তার একটা বিরতি হলে ভালো হয়, বিরতিটা অধিনায়কত্ব থেকেই।
তারপর থেকে নতুন অধিনায়ক ঠিক করতে বৈঠকে বসেন বিসিবির কর্মকর্তারা। আজ তাদের বোর্ড মিটিং শেষে সাকিবের উপর টেস্ট দলের দায়িত্ব তুল দেওয়া হয়। সংবাদ মাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে।
একই সাথে সাকিবের মতামতের ভিত্তিতে ব্যাটসম্যান কাম উইকেট রক্ষক লিটন কুমার দাসকে সহ অধিনায়ক করা হয়। এবার নয় সাকিব আল হাসান এর আগেও বাংলাদেশ ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক ছিলেন। তিনি এর আগে ২০০৯ সালে প্রথমবার বাংলাদেশ দলের টেস্ট, ওয়ান ডে ও টি টুয়েন্টি দলের অধিনায়ক ছিলেন তিনি। শৃঙ্খলা জনিত কারণে২০১১ বিশ্বকাপের পরে নেতৃত্ব থেকে তাকে সরানো হয়েছিল। ২০১৭ সালে দায়িত্ব দেওয়া হয় টেস্ট ও টি-২০ অধিনায়কের। কিন্তু তার উপর নেমে আসে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার খাড়া। যার ফলে তার ক্যাপ্টেন্সি বেশিদূর এগোয়নি।
আগামী ১৬ জুন থেকে সরাসরি মাঠে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। কারণ ১৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সাথে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হবে। সেখানেই নেতৃত্ব শুরু হবে এ পর্যায়ের। ২০১৮ সালে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় বারের নেতৃত্ব শুরু করেছিলেন তিনি।
Discussion about this post