চট্টগ্রাম, ২ জুন, ২০২২:
গার্মেন্টস শ্রমিকদের জীবন দক্ষতা বৃদ্ধি ও তাদের জীবন মান উন্নয়নে যেমন কাজ করছে মমতা তেমনি হার প্রজেক্টের আওতায় স্বাস্থ্য সেবায়ও কাজ করছে তারা।
মমতা পরিচালিত হার প্রজেক্টের আওতায় পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির উদ্যোগে সম্প্রতি বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিএসআর এর সহায়তায় পরিচালিত উক্ত প্রকল্পের আওতায় গ্লোবাল শার্টস লি. ও মেন্স ফ্যাশন লি. এর পোশাক শ্রমিকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ানের সহায়তায় উক্ত কার্যক্রমের মাধ্যমে উভয় কারখানার মোট ৮২১ জন পোশাক শ্রমিকের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। এবং ৩৬৭ জনের শ্রমিকের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, গার্মেন্টস কারখানার পক্ষে মানবসম্পদ বিভাগের প্রধান শহিদুল কবীর ও এক্সিকিউটিভ রুলিয়া রহমান, মমতার সহকারী পরিচালক পার্থ সারথী বড়ুয়া সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি