চট্টগ্রাম, ২ জুন, ২০২২:
চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার সময় হাজী বিরানি নামে একটি রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখা এক প্রেস বিজ্ঞপ্তি এই অভিযানের খবর জানায়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার, ২ জুন নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বিরানি প্রস্তÍুত করা ও রান্না ঘরের পাশে নোংরা পরিবেশে জবাইকৃত গরুর মাংস প্রসেস করা এবং কর্মরত খাদ্য কর্মীদের হেলথ ফিটনেস সনদ না থাকার দায়ে নিউ মার্কেট মোড়ের মেশিনারি মার্কেটের হাজী বিরানি হাউসকে মামলা দায়ের পূর্বক ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন। বিজ্ঞপ্তি
Discussion about this post