চট্টগ্রাম, ২ জুন, ২০২২:
চট্টগ্রাম নগর ও জেলায় রাইস মিল ও চাল বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে চাক্তাই চালের দাম বৃদ্ধি ও অতিরিক্ত মজুদ করার দায়ে ৬ আড়তদারকে জরিমানা ও একটি আড়ত সিলগালা করা হয়েছে। জেলার সাতকানিয়ায় ৭ অটো রাইস মিল মালিককে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চাক্তাই চালের আড়ত ও বন্দর মার্কেটে অভিযান পরিচালনা করা হয় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুকের নেতৃত্বে। চালের দাম বৃদ্ধি ও অতিরিক্ত চাল মজুদ করার খবর পেয়ে অভিযান পরিচালনা করেন তিনি।
এর মধ্যে অতিরিক্ত দামের জন্য খাতুনগঞ্জ-চাক্তাই চালের আড়তের সাদ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, বাগদাদ রাইচ এজেন্সিকে ২ হাজার টাকা, এসএ ট্রেডার্সকে ৫ হাজার টাকা, আল্লাহর দান চাউল ভা-ারকে ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়। এছাড়া বন্দর মার্কেট এলাকার মেসার্স হাজি অহিদুর রহমানকে ১ হাজার টাকা, গরিবে নেওয়াজ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, হাশেম ব্রাদার্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক সংবাদ মাধ্যমকে বলেন, চালের দাম বৃদ্ধি ও অতিরিক্ত চাল মজুদ করে বাজার অস্থিতিশীল করায় অভিযান পরিচালনা করেছি। এছাড়া চাল মজুদ করার লাইসেন্সে উল্লেখিত পরিমাণের বাইরে চাল মজুদ করেছে কেউ কেউ। সেজন্য জরিমানা করা ও মুচলেকা নেওয়া হয়েছে। এছাড়া সিলগালা করা হয়েছে একটি প্রতিষ্ঠান ।
এদিকে জেলার সাতকানিয়ায় অবৈধভাবে চাল মজুদ ও লাইসেন্সবিহীন পরিচালিত ৭টি অটো রাইস মিল মালিকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (জুন ২) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বে ৭টি অটো রাইস মিলে অভিযান চালিয়ে মালিকদের কাছ থেকে ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জানা যায়, সম্প্রতি সারাদেশে অবৈধভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেমন চাল ও ডাল মজুদ করে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টায় রয়েছেন একটি মহল। ফলে দ্রব্যমূলোর উর্ধ্বগতি হচ্ছে প্রতিনিয়ত। তারই আলোকে খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও গোপন সংবাদের ভিত্তিতে ইউএনওর নেতৃত্বে উপজেলার ৩টি বড় বাজারে অভিযান চালানো হয়। অভিযানে কেরানীহাট বাজারের শাহ মজিদিয়া অটো রাইস মিলকে ৩০হাজার, মুহাম্মদিয়া অটো রাইস মিলকে ১৫হাজার, শাহজালাল অটো রাইস মিলকে ২০ হাজার, মৌলভীর দোকানে মামা ভাগিনা অটো রাইস মিলকে ১৫ হাজার, নিউ ছৈয়দ মক্কি অটো রাইস মিলকে ২০ হাজার এবং বাজালিয়ায় জান্নাত আরা অটো রাইস মিলকে ১৫ হাজার ও আরাফাত অটো রাইস মিলকে ২০ হাজার টাকাসহ ৭টি মিল মালিকের কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার বড়ুয়া এবং থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বলেন, যারা অবৈধভাবে অনুমতি ছাড়া ছিল তাদের জরিমানা করা হয়েছে। এছাড়া যারা লাইসেন্স ছাড়া বা অনুমতি না নিয়ে মাল মজুদ করেছে তাদের সব কাগজপত্র ৭দিনের মধ্যে ঠিক করার সময় দেয়া হয়েছে।
ইউএনও আরও বলেন, চাল ডাল অবৈধভাবে কেউ মজুদ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সাতকানিয়ায়ও কেউ এর ব্যত্যয় ঘটালে তাদের ছাড় দেয়া হবে না। ছবি: সংগ্রহ
Discussion about this post