চট্টগ্রাম, ৪ মে, ২০২২:
সিজেকেএস বাস্কেটবল পুরুষ লীগে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ফাইনালে মুক্তবিহঙ্গ ক্লাব ৬১-৫৬ পয়েন্টে সিটি কর্পোরেশন একাদশকে পরাজিত করেছে।
এশিয়ান গ্রুপের আর্থিক পৃষ্ঠপোষকতায় ১৪ টি দলের অংশগ্রহণে সিজেকেএস জিমন্যাশিয়াম হলে অনুষ্ঠিত বাস্কেটবল পুরুষ লীগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মুক্ত বিহঙ্গ ক্লাব।
গতকাল মুক্তবিহঙ্গ ক্লাবের ক্রিস্টোফার সেমিফাইনালের মত ফাইনালেও নিজ কৃতিত্ব ধরে রেখে দলের চ্যাম্পিয়ন ট্রফি নিশ্চিত করেন। ফাইনালে তিনি ২২ পয়েন্ট স্কোর করেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজিত দলের মাঝে পুরষ্কার তুলে দেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছিন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের পরিচালক মো. ইয়াকুব। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিজেকেএস সহ-সভাপতি ও বাস্কেটবল কমিটির চেয়ারম্যন এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মোঃ মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য ও বাস্কেটবল কমিটির সম্পাদক গোলাম মহিউদ্দীন হাসান, নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, মকসুদুর রহমান বুলবুল, এনামুল হক, লুৎফুল করিম সোহেল, আবদুর রশীদ লোকমান, আলী হাসান রাজু, কাজী মো. জসিম উদ্দীন, এডভোকেট মুনতাসির চৌধুরী, জাহেদ হোসেন, আবু জাহেদ, সিজেকেএস বাস্কেটবল কমিটির সদস্য এবং সিজেকেএস কাউন্সিলর প্রসেনজিৎ দত্ত রাজু প্রমুখ। বিজ্ঞপ্তি
Discussion about this post