চট্টগ্রাম, ৭ জুন, ২০২২:
সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফারণের ৪ দিনে এসেও বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে। বিশেষ করে কিছু কিছু কন্টেইনার থেকে আগুনের ধোঁয়া উদগীরণ হচ্ছে। সেসব কন্টেইনারে ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করছে। তবে আগুন তাদের নিয়ন্ত্রণে আছে বলে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সকালে সাংবাদিকদের বলেন, এখনো ২৮-২৯টি কন্টেইনারে থেমে থেমে আগুন জ্বলছে। ১৫টির মত রাসায়নিকের কন্টেইনার শনাক্ত করা গেছে। আরও ১২টির মত কন্টেইনার এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের বিভাগীয় উপ পরিচালক আনিসুর রহমান অন্য এক ব্রিফিংয়ে বলেছেন, ২৮ টি রাসায়নিক কন্টেইনারের মধ্যে ১৫ টি ডেস্ট্রয় হয়ে গেছে। বাকিগুলো ডিপো কর্তৃপক্ষ সরিয়ে নিরাপদ জায়গায় নিয়েছে। কিন্তু সেগুলো এখনো কম্পাউন্ডের ভেতরে আছে। আরো নিরাপদে সরানো দরকার। না হলে ঝুঁকির আশঙ্কা করছে তারা।
আজ সকালে দুটি মৃত দেহের অংশ বিশেষ খোঁজ পাওয়ার ভিত্তিতে ফায়ার সার্ভিসের হিসাবে মোট নিহতের সংখ্যা ৪৪ জন। ফায়ার সার্ভিসের ১২ জন মিসিংয়ের মধ্যে ৯ জনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে।
আর আহতের সংখ্যা ফায়ার সার্ভিসের ১৫ জন সহ ১১৪ জন বলে জানানো হয়।
এদিকে দুপুরে বিএম ডিপোর দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন বাংলাদেশ পুলিশের আইজি বেনজীর আহমেদ।
তিনি বলেন, বিএম ডিপোর ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।