চট্টগ্রাম, ১৭ জুন, ২০২২:
বন্যা শুরু হওয়ায় সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ইতিমধ্যে বন্যায় দেশের বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। বন্যায় তলিয়ে গেছে সুনামগঞ্জ। সেখানে ইতিমধ্যে উদ্ধার তৎপরতায় যুক্ত করা হয়েছে সেনাবাহিনীকে।
১৯ জুন, রবিবার থেকে সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল।
ঢাকা শিক্ষা বোর্ডের ঢাকা শিক্ষাবোডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, পরীক্ষা শুরুর পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতার তথ্য দিয়ে জানিয়েছে, আজ সকাল ১০ টা পরবর্তি ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ৪৪ থেকে ৮৮ মিমি. ভারী এবং ৮৯ মিলি মিটার বা তার চেয়ে বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।