চট্টগ্রাম, ১৭ জুন, ২০২২:
দেশে প্রথম নারী অর্থ সচিবের দায়িত্ব পেলেন একজন নারী। তার নাম ফাতেমা ইয়াসমিন। এর আগে তনিি অর্থ মন্ত্রণালয়ের র্অথনতৈকি সর্ম্পক বভিাগরে সচবিরে দায়ত্বিে ছলিনে। গতকাল বৃহস্পতবিার জ্যষ্ঠৈ সচবি পদে পদোন্নতি দয়িে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী ১১ জুলাই থেকে ফাতিমা ইয়াসমিন অর্থ সচিবের দায়িত্ব পালন করবেন। বতৃমানে এই পদে আছেন বাংলাদেশ ব্যাংকের গবর্নরের পদে পদোন্নতি পাওয়া আবদুর রউফ তালুকদার। ১১ জুলাই তিনি সেখানে যোগ দেওয়ার পর ফাতিমা ইয়াসমিন অর্থ মন্ত্রণালয়ের সচিব পদে যোগ দিবেন।
এরপর ফাতিমা ইয়াসমিনের শূন্য পদে যোগ দিবেন আরেক নারী সচিব পরিকল্পনা কমিশনের সদস্য শরীফা খান।
ফাতিমা ইয়াসমিন ঢাকা বিশ^বিদ্যালয় থেকে এমবিএ পাস করার পর ১৯৯১ সালে বিসিএস ক্যাডার হিসাবে কর্মজীবন শুরু করেন। তিনি নারী ও শিশু, কৃষি ও প্রতিরক্ষা ছাড়া বেশিরভাগ সময় অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেন।
Discussion about this post