চট্টগ্রাম, ১ জুলাই, ২০২২:
বছরের দুই ঈদ উৎসবের মধ্যে আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আযহা। এই উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মধ্যে শুরু হয়েছে ঈদ পালনের প্র¯‘তি। ঈদ আনন্দের অন্যতম অনুসঙ্গ স্বজন-প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করা। আর সেজন্য অপেক্ষার সাথে সাথে থাকে নিরাপদে বাড়ি পৌঁছানোর তাড়া। এজন্য পরিবহন সংশ্লিষ্টরাও নিরাপদে যাত্রী পরিবহনের প্র¯‘তি নিয়ে থাকে। তারই অংশ হিসাবে ঈদুল আযহার যাত্রীদের জন্য ট্রেনে আজ থেকে শুরু হয়েছে অগ্রিম টিকেট বিক্রি।
জানা গেছে, আজ শুক্রবার প্রথম দিনেই ট্রেনের ৫৫ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে সর্বোচ্চ ৯০ শতাংশ বিক্রি হয়েছে।
চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী পিসিএলকে বলেন, রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ ঈদুল আযহার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
রতন কুমার চৌধুরী জানান, আজ শুক্রবার ১ জুলাই বিক্রি হয়েছে ৫ জুলাইয়ের টিকিট। ১ থেকে ৫ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে ৫ থেকে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট বিক্রি হবে।
অর্থাৎ ১ জুলাইয়ের পর ২ জুলাই বিক্রি হবে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই বিক্রি হবে ৭ জুলাইয়ের টিকিট। ৪ জুলাই ৮ জুলাইয়ের টিকিট, ৫ জুলাই বিক্রি হবে ৯ জুলাইয়ের টিকিট।
কাউন্টারের পাশাপাশি অর্ধেক টিকিট মিলবে অনলাইন ও অ্যাপসে। কাউন্টারের লাইন থেকে প্রতিজন এনআইডি জমা দিয়ে ৪ টি টিকিট ক্রয় করতে পারবেন।
চট্টগ্রাম থেকে ১০টি আন্তনগর ট্রেন নিয়মিত যাত্রী পরিবহনের পাশাপাশি ঈদ উপলক্ষে প্রতিটা ট্রেনে তিনটা করে বাড়তি কোচ(বগি) লাগানোর পরিকল্পনা রয়েছে চট্টগ্রাম স্টেশনের। ৭ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত চাঁদপুর রুটে প্রতিদিন দুটি স্পেশাল ট্রেন চলবে।
চট্টগ্রামে টিকিট বিক্রিতে এখনও ভিড় না বাড়লেও ৭ ও ৮ জুলাই ভিড় বাড়বে বলে জানান স্টেশন ম্যানেজার। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ৭ জুলাই থেকে। ৭, ৮, ৯ ও ১১ জুলাই থেকে যথাক্রমে ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।
আজ বিকাল ৫টা পর্যন্ত চট্টগ্রাম রেলস্টেশনে প্রায় ৫৫ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তারা টিকিট বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন।
ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৬৫২টি টিকিটের মধ্যে প্রায় ৯০ ভাগ টিকিট বিক্রি হয়েছে।
তবে আজ সকাল থেকে টিকিট কিনতে আসা যাত্রীদের চাপ ছিল কম।