চট্টগ্রাম, ১৬ আগস্ট, ২০২২:
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালির জাতির এক অমোচনীয় কলঙ্কের দিন। যেদিন সেই ১৫ আগস্টের কালো রাতে বাঙালি জাতির মুক্তির হাজার বছরের স্বপ্ন পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘৃণিত হায়েনারা, নরপশুরা।
কিছু নরপশু বাঙালি জাতির পিতাকে সপরিবারে হত্যা করলেও আজ গোটা জাতির মধ্যে এই কলঙ্ক মোচনের প্রচেষ্টাও কম নয়। অন্তত কলঙ্ক মোচন না হোক, জাতির পিতা যে জাতিকে স্বাধীনতা দিয়ে গেছে, সেজন্য সব বাঙালিকে কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে। সে রকম একটি প্রচেষ্টা বিশিষ্ট ক্রীড়া সংগঠক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা দিদারুল আলম চৌধুরীর।
তা সাধারণ প্রচেষ্টাও নয়। ব্যতিক্রম একটি উদ্যোগ দিদারুল আলম চৌধুরীর। তিনি ৭৫ এর ১৫ আগস্টের বঙ্গবন্ধুর সাথে শহীদ ১৬ জনের নামে গঠন করেছেন ১৬টি ক্রিকেট টিম।
শেখ রাসেল অনূর্ধ্ব এগার চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট নামে আগস্ট মাসে এই টুর্নামেন্ট পরিচালনা করে আসছেন তিনি। সম্পূর্ণ নিজের পৃষ্টপোষকতায়। গত বছর থেকে এই টুর্নামেন্ট স্টেডিয়ামে গড়িয়েছে। টুর্নামেন্টের নামও জাতির পিতা বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেলের নামে।
শেখ রাসেল অনূর্ধ্ব এগার চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট নামে গত বছর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম বার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এ বছরও ১৬ টি দল গঠন করা হয়েছে ৭৫ এর ১৫ আগস্টের রাতে নির্মম হত্যকাণ্ডের শিকার ১৬ শহীদের নামে। সেখানে আছে ছোট্ট শেখ রাসেল থেকে সুকান্ত বাবুর নামের টিমও।
এ বছরের টিমগুলো হল- শেখ ফজলুল হক মনি উদীয়মান ক্রিকেট একাডেমি, শেখ জামাল বন্দর স্পোর্টস ক্রিকেট একাডেমি, আবদুর রব সেরনিয়াবাত চিটাগাং ক্রিকেট একাডেমি, আরজুমনি জুনিয়র ক্রিকেট একাডেমি, সুলতানা কামাল ব্রাদার্স ক্রিকেট একাডেমি, সুকান্ত বাবু ব্রাইট ক্রিকেট একাডেমি, শেখ কামাল ইস্পাহানি ক্রিকেট একাডেমি, রোজি জামাল আফতাব ক্রিকেট একাডেমি, কর্নেল জামিল উদ্দিন কোয়ালিটি স্কুল অব ক্রিকেট, শেখ আবু নাসের এস এস ক্রিকেট একাডেমি, আরিফ সেরনিয়াবাত রাইজিং স্টার ক্রিকেট একাডেমি, সজিব সেরনিয়াবাত চিটাগাং স্কোয়াড ক্রিকেট একাডেমি, বেবি সেরনিয়াবাত নিউ স্টার
ক্রিকেট একাডেমি, এসবি সিদ্দিকুর রহমান মিলেনিয়াম ক্রিকেট একাডেমি, বেনটু খান বেসিক ক্রিকেট একাডেমি, সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক এ জে ক্রিকেট একাডেমি।
গত ১৩ আগস্ট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস’র সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের উদ্যোগে আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে শেখ রাসেল অনূর্ধ্ব এগার ক্রিকেট টুর্নামেন্ট। ১৭ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
১৭ আগস্ট সকাল নয়টায় এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী বলেন, ৭৫ এর ১৫ আগস্টে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির অপূরণীয় ক্ষতি করা হয়েছে। কিন্তু জাতির পিতার ঋণ ও আদর্শ আমরা বুকে ধারণ করে আছি। আর আগস্টেই তাদের স্মরণে শেখ রাসেল অনূর্ধ্ব এগার ক্রিকেট টুর্নামেন্ট আমরা একটু ব্যতিক্রমভাবে আয়োজন করি। সেজন্য শহীদদের নামে প্রতিযোগিতার দলগুলো গঠন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিদারুল আলম চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আমার অনেক স্মৃতি আছে। তিনি আমাকে পুত্রের মত স্নেহ করতেন। আমার সৌভাগ্য হয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির মুক্তির কাণ্ডারি এই মানবতাবাদী, অসাম্প্রদায়িক নেতার সান্নিধ্যে পাওয়ার। কিন্তু সেটাই একমাত্র বড় কথা নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঋণ বাঙালি জাতি কখনো শোধ করতে পারবে না। সেখানে যদি আমরা তাকে স্মরণ করে কিছু করতে পারি সেটাই আমাদের জন্য অনেক বড় পাওনা। কারণ তিনিই অনন্তকাল ধরে বাঙালি জাতির পথনির্দেশনা হয়ে আমাদেরকে বিশ্ব সভ্যতার উচ্চাসনে সমাসীন করবেন।
তিনি বলেন, আমি আশা করছি ১৬ জন শহীদের নামে এই টুর্নামেন্ট প্রতি বছর আগস্টে অনুষ্ঠিত হবে। এতে যেমন ছেলেদের খেলাধূলার সুযোগ সম্প্রসারিত হবে, তেমনি জাতির পিতার সাথে যারা শহীদ হয়েছেন তাদের নামগুলোও মানুষ জানবে,স্মরণ রাখবে।