চট্টগ্রাম, ১৬ আগস্ট, ২০২২:
চট্টগ্রাম ও ফেনী থেকে পৃথক অভিযানে এক মহিলা মাদক ব্যবসায়ী সহ দুইজনকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
ফেনী থেকে ৭৮ কেজি গাঁজা এবং ১০০ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মোঃ মহব্বত আলী (২৯)।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপযোগে মাদকদ্রব্য নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে গত ১৫ আগস্ট ৬ টায়, র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানার মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি পিকআপ তল্লাশি করে বগুড়ার ধুনট থানার শাইলমারি গ্রামের মোঃ হযরত আলীর পুত্র মোঃ মহব্বত আলীকে আটক করে। পরে গাড়ি তল্লাশি করে মালামাল বহন করার স্থানে ৫ টি প্লাস্টিকের বস্তার ভিতরে স্কচটেপ দ্বারা মোড়ানো ৭৮ কেজি গাঁজা এবং ড্রাইভিং সিটের পাশে ১টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন মাদকদ্রব্য (ফেন্সিডিল, গাঁজা) কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ফেনি, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা বলে র্যাব জানায়। পরে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
অপর ঘটনায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে একটি বিলাসবহুল গাড়ি ও বাসার রান্না ঘর থেকে ১৮১ বোতল ফেন্সিডিল, ১২ কেজি গাঁজা এবং ৩৩ বোতল স্কূপ সিরাপ উদ্ধার করে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭,চট্টগ্রাম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার একটি স্কুলের সামনে ফাঁকা রাস্তার উপর একটি জিপ গাড়ি ও একটি বাসা বাড়ির ভিতরে মাদকদ্রব্য মজুদ রেখে ক্রয়-বিক্রয় করছে বলে জানতে পারে তারা। এই তথ্যের ভিত্তিতে গত ১৫ আগস্ট তিনটার দিকে মধ্যম মোহরা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি ১টি জিপ গাড়ি রেখে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে জিপ গাড়িটি তল্লাশি করে গাড়ির ব্যাক ঢালার ভিতরে রক্ষিত অবস্থায় ১টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১০০ বোতল ফেন্সিডিল এবং ৩৩ বোতল স্কূফ সিরাপ উদ্ধার করে। সাথে গাড়িটি জব্দ করা হয়। পরে বাসার ভিতরে তল্লাশি করে চট্টগ্রামের সন্দ্বীপ থানার মুসাপুরের মো ইদ্রিচের স্ত্রী রিক্তা বেগম ওরফে রিজিয়াকে (৩৫) আটক করা হয়। পরে রিজিয়ার তথ্যমতে র্যাব তার বাসা থেকে ৮১ বোতল ফেন্সিডিল এবং ১২ কেজি গাঁজা উদ্ধার করে। একইসাথে রিজিয়াকে আটক করে। রিজিয়ার স্বামী রুবেল সহ অপর এক সহযোগির সহায়তায় জিপ গাড়িযোগে কুমিল্লা ও ফেনী জেলার সীমান্ত হতে মাদকদ্রব্য ফেন্সিডিল, স্কুফ ও গাঁজা সংগ্রহ করে তাদের বাসায় রেখে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করে।
Discussion about this post