চট্টগ্রাম, ২৮ আগস্ট, ২০২২:
সাতকানিয়ায় ৯বছর বয়সী মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। এ ঘটনায় আজ (রবিবার) দুপুরে ছাত্রীটির মা বাদি হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরপরই ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনাটি ঘটে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছদাহা গাউছিয়া তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসায়। ওই মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক শয়ন কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।
গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডিগ্রি পাড়ার মৃত রৌশনুজ্জামানের ছেলে।
জানা যায়, উপজেলা ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ড খোর্দ্দ কেওচিয়া এলাকার এক ব্যক্তি মেয়ে (ছদ্ম নাম আফরোজা) ওই এলাকার ছদাহা গাউছিয়া তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় পড়ালেখা করত। গত (২৪ আগস্ট) সোমবার বিকালে অভিযুক্ত শিক্ষক অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে কক্ষ পরিষ্কার করার নাম দিয়ে আফরোজাকে রেখে দেয়। পরে অভিযুক্ত শিক্ষক কৌশলে দরজা বন্ধ করে দিয়ে শিশুাটকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার শিশুটি কাঁদতে কাঁদতে তার মা’কে ঘরে গিয়ে বিষয়টি জানায়। ভুক্তভোগীর মা এলাকাবাসীর নিকট উক্ত বিষয়ে নালিশ দেয়। তখন তারা আজ বিচার করবে, কাল বিচার করবে বলে কালক্ষেপণ করতে থাকে। শেষ পর্যন্ত শিশুটির মা আজ (রবিবার) থানায় একটি মামলা দায়ের করেন।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, মামলা দায়েরের পরপরই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশের আওতায় আনা হয়েছে। ছবি: প্রতিকী ছবি(সংগৃহীত)