চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর, ২০২২:
বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দল সাফ ফুটবল শিরোপা জিতে বাংলাদেশকে আজ ১৯ সেপ্টেম্বর এক অবিস্মরণীয় বিজয় উপহার দিয়েছে। এই বিজয়গাথা রচিত হয়েছে নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। বাংলাদেশ ৩-১ গোলে নেপালের সাফ মহিলা ফুটবল দলকে হারিয়ে লাল সবুজের পতাকাকে উৎসবের রঙে রাঙিয়ে দেয়। বিকাল প াঁচটার দিকে সাফ নারী ফুটবল ফাইনাল খেলা শুরু হবার পর ১৩ মিনিটে শামসুন্নাহার জুনিয়র দুর্দান্ত এক কিকে প্রথমে নেপালের জালে বল জড়িয়ে ১ শূন্য গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরে দ্বিতীয় গোল করেন কৃষ্ণা রানি সরকার ৩১ মিনিটে। কৃষ্ণা রানি সরকার এরপর ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে নেপালের আশা মাটিতে মিশিয়ে দেন। কারণ বাংলাদেশ দুই গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে নেপাল বাংলাদেশের জালে এক গোল করে ২-১ গোলে ব্যবধান কমায়।নেপালের হয়ে আনিতা বেসন্ত একমাত্র গোলটি করেন। এতে নেপালের কাছে বাংলাদেশের আর এক গোল শোধ করে তাদের ম্যাচে ফেরার আশা উঁকি দিচ্ছিল। কিন্তু তার বদলে কৃষ্ণা সরকারের দ্বিতীয় গোল নেপালকে মানসিকভাবে ধ্বসিয়ে দেয়। নেপালকে তৃতীয় গোল দেয়ার পর খেলার শেষ বাঁশি বাজার আর ১৩ মিনিট বাকি ছিল। কিন্তু নেপালকে আর কোনো সুযোগ দেননি গোল কিপার রূপনা চাকমা ও তার দল।
পুরো ম্যাচে এক অসাধারণ গোল কিপারের দায়িত্ব পালন করেন রূপনা। এক গোল বাংলাদেশের জালে জড়ালেও নেপালকে এক বিন্দু ছাড় দেননি তিনি তার গোল সীমানায়। কয়েক বার আহত হবার পরও তিনি গোলবার ছেড়ে যাননি। আহত অবস্থায় তাকে কয়েক বার চিকিৎসা নিতে হয়। তবুও তিনি গোল বার রক্ষণে ছিল দৃঢ়তার এক অনন্য উদাহরণ।
পুরো টিমের এই চোয়ালবদ্ধ দৃঢ়তা ছিল বলেই বাংলাদেশকে প্রথমবারের মত অবিস্মরণীয় বিজয় উপহার দিতে সক্ষম হয় বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল।
পুরো টুর্নামেন্ট জুড়ে এমন দুর্দান্ত ফুটবল খেলা উপহার দিয়েই দক্ষিণ এশিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের মেয়েরা।
সাফ টুর্নামেন্টের শুরু থেকে সাবিনা খাতুনের দল ফাইনাল পযর্ন্ত একই ধারাবাহিকতায় খেলে দক্ষিণ এশিয়ায় বিস্ময় উপহার দিয়েছে।
এর আগে ২০১৬ সালে ভারতের কাছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। তবে এবারের আসরের তৃতীয় ম্যাচে সাফের পাঁচবারের শিরাপাজয়ী ভারতকে ৩-০ গোলে হারায় সাবিনা খাতুনের দল।ভারতকে হারানোর পর সেমিফাইনালে ভুটানকে উড়িয়ে দেয় ৮-০ গোলে। আসরের প্রথম ম্যাচে সাবিনা খাতুনের দল মালদ্বীপকে ৩-০ গোলে ও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে অপরাজিত দল হিসেবে নেপালকে উড়িয়ে দিয়ে সাফ শিরোপা জয় করল। আর নেপালের ফুটবলার মেয়েদের বিরুদ্ধে আট ম্যাচের মধ্যে এটা প্রথম জয়ও বটে। এর আগে নেপালের বিরুদ্ধে ফুটবল আসরে আট ম্যাচের ছয় ম্যাচে হারে বাংলাদেশ। ড্র ছিল দুটিতে।
Discussion about this post