চট্টগ্রাম,২১ সেপ্টেম্বর, ২০২২:
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কিশোর ও যুবকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুর দিঘীরপাড় নামক স্থান থেকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করে থানা পুলিশ। ইয়াবাগুলোর বাজারমূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার তিতাস থানাধীন মাছিমপুর ইউ.পির ১নং ওয়ার্ড উত্তরপাড়া এলাকার আমির মোল্লাার ছেলে আজিজুল মোল্লা (১৭) ও একই এলাকার নুর ইসলামের ছেলে মো. সোহাগ (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলি জানতে পারে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসের যাত্রী ইয়াবা বহন করছে। যে কারণে ঘটনার দিন রাতে মহাসড়কের ঠাকুরদিঘীরপাড় বাজার সংলগ্ন এলাকা হাজী ছগির আহমদ অটো গ্যাস স্টেশনের সামনে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মো. মমিন হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তল্লাশি চৌকি বসায়। সোর্সের দেখানো মতে, হানিফ পরিবহনের ওই বাসটি (ঢাকা মেট্রো- ব- ১৫-২৫১৯) উল্লিখিত স্থানে পৌঁছলে বাসে উঠে পুলিশ আজিজুল ও সোহাগের দেহ তল্লাশি করে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতেই উপ-পরিদর্শক মো. মমিন হোসেন বাদি হয়ে থানায় মাদক আইনে মামলা করেছেন। গ্রেফতারকৃতদের গতকাল বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
Discussion about this post