চট্টগ্রাম, ২ অক্টোবর, ২০২২:
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, গ্রাম ও উপজেলার উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ মন্ত্রকে ধারণ করে দেশে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। সেই লক্ষে শেখ হাসিনার নির্দেশে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছি। তাই আমাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়ে চট্টগ্রামের উন্নয়নে সম্পৃক্ত করেছেন।
সাতকানিয়ায় তার (পেয়ারু) সমর্থনে উপজেলা পরিষদ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর ও মেম্বার প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।
২ অক্টোবর (রবিবার) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পেয়ারুল ইসলাম আরো বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য চট্টগ্রামের উন্নয়ন সবার আগে করতে হবে। শুধু আমার নিজ উপজেলা ফটিকছড়ি নয়,পুরো চট্টগ্রামের জন্য অনেক আগে থেকে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় দেশের জন্য বঙ্গবন্ধু টানেল হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ডের বিস্ময়। যে টানেলের মাধ্যমে দেশের মানুষ বিশেষ করে চট্টগ্রামবাসী অনেক বেশি উপকৃত হবে। আগামী ১৭ অক্টোবর আনারস প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে ‘গ্রামকে শহর করার স্বপ্ন’ বাস্তবায়নের আহ্বান জানান পেয়ারু।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।
সভার প্রধান অতিথি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, তৃণমূল থেকে বেড়ে উঠা আপাদমস্তক রাজনীতিবিদ এটিএম পেয়ারুল চট্টল দরদী সেই ছাত্র জীবন থেকে। এক সাথে রাজনীতি করতে গিয়ে সেটি তার মধ্যে আমি দেখেছি। সেজন্য আসন্ন নির্বাচনে তার আনারস প্রতীকে ভোট দিয়ে চট্টগ্রামের উন্নয়নের সুযোগ দেওয়ার আহ্বান জানান ভোটারদের।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, ফটিকছড়ি উপজেলার আওয়ামী লীগের সাধারণ নাজিম উদ্দীন মুহুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন উদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা বেগম, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন, মাদার্শা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল কবির ও ছদাহা নারী ইউপি সদস্য শম্পা দেবী সোমা।
এ সময় সাতকানিয়া থেকে জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী মনির আহমদ, আবদুল আলীম, গোলাম ফেরদৌস রুবেল, নারী সদস্য প্রার্থীসহ জেলা পরিষদের ভোটারগণ উপস্থিত ছিলেন।