চট্টগ্রাম, ১১ অক্টোবর, ২০২২:
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সাতকানিয়া উপজেলা (আসন-১৪) থেকে সদস্য পদপ্রার্থী মনির আহমদ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা আজ ১০ অক্টোবর(সোমবার) বিকালে উপজেলার রোড ভিউ রেস্টুরেন্টে আয়োজন করে।
সভায় তিনি বলেছেন, সাতকানিয়ার উন্নয়নে আমি কোনোদিন দুর্নীতির আশ্রয় নিইনি। ভবিষ্যতে এর কোনো ব্যতিক্রম হবে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাতকানিয়া পৌরসভার মেয়র মো.জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আলম,উপজেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, আইয়ুব চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নাছির উদ্দিন মিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হারেজ মোহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, পৌরসভা যুবলীগ সভাপতি আনিসুর রহমান,সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, উপজেলা যুবলীগ নেতা গিয়াস খান মিন্টু, নাছির উদ্দিন, মো.কামাল উদ্দিন, মহিউদ্দিন মিন্টু, মনিরুল ইসলাম খোকা,নাজিম উদ্দিন জুয়েল,আবদুল মোনাফ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আনোয়ার হোসেন ও আমির হামজা প্রমুখ।
সভায় লিখিত বক্তব্যে জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী মনির আহমদ আরো বলেন, কেঁওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন সব ধরনের স্বজনপ্রীতি উপেক্ষা করে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি জনপ্রতিনিধিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নে সচেষ্ট থেকেছি। আগামীতেও আরো বেশি উন্নয়নের জন্য পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগাবো।
এলাকার উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মনির আহমদ বলেন, আমি সার্বক্ষণিক সকলের সাথে মিলেমিশে থাকার নীতিতে বিশ্বাসী। জেলা পরিষদ চেয়ারম্যানকে সার্বিক সহযোগিতার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ভুমিকা রাখবো। এজন্য স্থানীয় সংসদসহ জনপ্রতিনিধিদের পরামর্শ আমার পাথেয় হবে। উন্নয়ন করতে গিয়ে ভবিষ্যতেও কোনদিন দুর্নীতির আশ্রয় নিব না এবং এর ব্যতিক্রম হবে না।
তিনি আরো বলেন,আমি অভিভাবক হারা নয়, সম্মানিত ভোটারাই হচ্ছেন আমার অভিভাবক। তারাই আমাকে পরামর্শ দিবেন। তাই আগামী১৭ অক্টোবর আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে তালা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য কাজ করতে চাই।
Discussion about this post