চট্টগ্রাম, ২৭ অক্টোবর, ২০২২:
সাতকানিয়া থেকে মানসিক ভারসাম্যহীন এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কেরানীহাট-বান্দরবান সড়কের খলিল সওদাগরের নতুন ভিটা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই মহিলার বয়স আনুমানিক ৬০ বছর বলে পুলিশ জানিয়েছেন।
এ ব্যাপারে বাজালিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সঞ্জয় কান্তি দাশ বলেন, বিগত কিছুদিন থেকে মানসিক ভারসাম্যহীন এই মহিলাকে বিভিন্ন রাস্তা-ঘাট এবং বিভিন্ন দোকানে ঘুরাঘুরি করতে দেখা গেছে। সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সঞ্জয় আরও জানান, মহিলাটির বাম পায়ে পঁচন এবং বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আনজুমানে মফিদুলে দাফনের জন্য লাশ দিয়ে দেওয়া হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।