চট্টগ্রাম, ৬ অক্টোবর, ২০২২:
আজ ৬ অক্টোবর থেকে সারাদেশে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। তা করোনাকালীন সংক্ষিপ্ত সিলেবাসেই। চট্টগ্রামেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নেন পরীক্ষার্থীরা। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্রে ১১১টি কেন্দ্রে ৮৭ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ নিয়েছেন ৮৬ হাজার ৫২৮ জন। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুপস্থিত ছিলেন ১ হাজার ৩৫৬ জন শিক্ষার্থী। অনুপস্থিতির হার ১ দশমিক ৫৪ শতাংশ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঠানো তথ্যে এসব জানা গেছে।
চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ পরীক্ষার্থী অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সকালে নগরীর ৩টি কেন্দ্র পরিদর্শন করেছি। এ সময় আমরা কোনো ধরনের অনিয়ম দেখিনি। প্রতিটি কেন্দ্রে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো যথাযথভাবে পালনা করা হচ্ছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলায় ৬৮ টি পরীক্ষা কেন্দ্রের রয়েছে। এর মধ্যে ৬৫ হাজার ২৩৩ জনের মধ্যে ৬৪ হাজার ২৪০ জন শিক্ষার্থী অংশ নেন। কক্সবাজার জেলার ১৮ টি কেন্দ্রের ১০ জাহার ৪৫১ শিক্ষার্থীরা মধ্যে ১০ হাজার ২৬১ জন উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি জেলার ১০ টি কেন্দ্রের ৪ হাজার ৬১৫ জনের মধ্যে ১০ হাজার ৫৫৫ জন উপস্থিত ছিলেন। খাগড়াছড়ির ৯ টি কেন্দ্রের ৪ হাজার ৯২৮ জনের শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৮৭০ জন উপস্থিত ছিল। অপরদিকে বান্দরবানের ৬ টি কেন্দ্রের ২ হাজার ৬৫৭ জনের মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ৬০২ জন।
Discussion about this post