চট্টগ্রাম, ৮ নভেম্বর, ২০২২:
দুটি পৃথক অভিযানে ফেনী থেকে ৫০ কেজি গাঁজা এবং ৩,৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ৭ নভেম¦র গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার মহিপালে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারকে সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা প্রাইভেটকারটি থামানোর সংকেত দিলে উক্ত প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা প্রাইভেটকারসহ আসামী মোঃ রাশেদ (২০), পিতা- মোঃ নূরুজ্জামান, সাং- পাইনদহ, থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়। তারে কাছ থেকে ২ টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। একই সাথে প্রাইভেটকারটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে পরবর্তীতে ফেনী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা।
অপর ঘটনায় মহিপাল এলাকায় চট্টগ্রাম হতে ঢাকাগামী মহাসড়কের পাকা রাস্তার উপর গাড়িতে উঠার জন্য অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে ৮ নভেম্বর দিবাগত রাত তিনটার দিকে অভিযান পরিচালনা করে আসামি সাহাজিদা (৫০), পিতা- মোঃ হানিফ, সাং- নোয়াপাড়া এবং ২। আম্বিয়া(৩২), পিতা- সৈয়দ আলম, সাং- পুরান বল্লোম পাড়া, উভয় থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারদ্বয়কে আটক করে। আটককৃত দুই আসামিদের হাতে থাকা ভ্যানিটি ব্যাগের ভিতর হতে ৩,৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম, ফেনী, ঢাকাসহ আশেপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা।
গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post