চট্টগ্রাম, ১১ নভেম্বর, ২০২২:
চট্টগ্রামের সমাজ, সংস্কৃতি, প্রেম, ভালোবাসা, ভাষা, আচার-বিহার সহ নানা ঐতিহ্যকে ধারণ করে নির্মাণ করা হয়েছে ‘মেড ইন চিটাগাং’ চলচ্চিত্র। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এটি ওয়েব প্লাটফর্ম বিঞ্জের জন্য নির্মাণ করা হলেও চট্টগ্রামের দুটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা ইমরাউল রাফাত। তিনি জানান, চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হল এবং ফিনলের সিলভার স্ক্রিনে দেখানো হবে। পরে দর্শক চাহিদা অনুযায়ী অন্যান্য প্রেক্ষাগৃহেও মুক্তি দেওয়া হবে। পর্যায়ক্রমে ইউএই, মধ্যপ্রাচ্য ও ইউএসএ, কানাডা ও অস্ট্রেলিয়ায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
সিনেমাটি প্রযোজনা করেছেন এনামুল কবির সুজন। এতে পার্থ ও অপর্ণা ছাড়াও অভিনয় করেছেন সাজু খাদেম, নাসির উদ্দিন খান, চিত্রলেখা গুহ।এই কাজটির সকল কলাকুশলী চট্টগ্রামের। শুধুমাত্র সাজু খাদেম ছাড়া অন্য সকলে চট্টগ্রামের।
চট্টগ্রাম ও রাঙামাটির বিভিন্ন মনোরম লোকেশনে ওয়েব ফিল্মটির শুটিং হয়েছে। এই সিনেমায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দুটি গান স্থান পেয়েছে। সঙ্গীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া। মেড ইন চিটাগং এর গল্প ট্র্যাডিশনাল মেজবান ও দুই বাড়ির লোকজন তথা সমাজের বিভিন্ন সঙ্গতি-অসঙ্গতি কেন্দ্র করে শুরু হয়।মূলত চট্টগ্রামের ঐতিহ্য ও ভাষাকে একটি স্যাটায়ার ও সিচুয়েশনাল গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে মেড ইন চিটাগং-এ।
Discussion about this post