চট্টগ্রাম, ২৬ নভেম্বর, ২০২২:
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে স্থাপিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের’ দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপ্তি উদযাপন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ নভেম্বর সকালে তিনি বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধন ঘোষণা করেন। অত্যন্ত জাঁকজমকভাবে এই দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপ্তি উদযাপন উদ্বোধন করা হয়।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা অত্যন্ত আনন্দিত, যেটা আমরা শুরু করেছিলাম, আজকে সেই কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্সিণ টিউবের পূর্ত কাজ সম্পন্ন হয়েছে। এই কাজ সম্পন্ন করারই উৎসব উদযাপন আমরা করছি। আর কিছুদিন পরে দুটি টিউবের কাজ যখন সম্পন্ন হবে পুরো টানেলটা আমরা উদ্বোধন করব। …… একটা টিউব দিয়ে যাতায়াত করাচা সমীচীন হবে না বলেই আমরা, এটা এখন উদ্বোধন করে দিচ্ছি না। এবং একটা দিয়ে গাড়ি যাবে, অন্যটা দিয়ে গাড়ি আসবে। দুটো আমরা একসাথেই করে দেব। যেহেতু একটা সম্পন্ন হয়েছে, আমাদের ইচ্ছা আমরা এটা দেখতে চেয়েছি, এটাই উৎসব যে একটা টিউবের কাজ সুষ্টুভাবে সম্পন্ন করেছি। এটা আমাদের বিরাট অর্জন বলে আমরা মনে করি।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের’ দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপ্তি উদযাপন উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকায় মেট্রোরেল করার পর চট্টগ্রামেও সমীক্ষা শুরু করেছি। চট্টগ্রামের ভূ-প্রাকৃতিক অবস্থা বিবেচনায় কিভাবে মেট্রোরেল করা যায়, তার ব্যবস্থা আমরা নিচ্ছি। চট্টগ্রামেও যাতে মেট্রোরেল হয়, এটা আমাদের ইচ্ছা আছে, ইচ্ছা থাকলে উপায় হয়, সেটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি। কাজেই ঢাকার সাথে চট্টগ্রামের যোগাযোগ বা চট্টগ্রাম থেকে কক্সবাজার অথবা পার্বত্য চট্টগ্রাম সমস্ত এলাকার যোগাযোগ নেটওয়ার্ক আমরা তৈরি করে দিয়েছি। যাতে মানুষের আর্থ-সামাজিক উন্নয়েেন কাজে লাগবে। আমি চাই দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাক।
বিস্তারিত আসছে…….
Discussion about this post