চট্টগ্রাম,৪ ডিসেম্বর, ২০২২:
বাংলাদেশ বনাম ভারত প্রথম ওডিআই ম্যাচে ভারতকে স্তব্ধ করে অবিশ্বাস্যভাবে ১ উইকেটে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে বলিং করতে নামে টাইগাররা। প্রথমেই দুর্দান্ত বলিংয়ে ধরাশায়ী করে ভারতকে। সাকিব একাই ৫ উইকেট নিজের ঝুলিতে তুলে নেয়। সাথে এবাদত ৪ উইকেট ও মিরাজ ১ উইকেট সংগ্রহ করে। ১৮৬ রানে অলআউট করে বাংলাদেশ। ভারতের পক্ষে সর্বোচ্চ রান করে কে.এল. রাহুল।৭০ বলে ৭৩ রান করেন তিনি। অন্যদিকে ভারতের দেওয়া টার্গেট তাড়া করতে নেমে প্রথমে ওভারেই উইকেট দিয়ে বসেন নাজমুল হোসেন শান্ত। পরবর্তীতে লিটন দাশ ও এনামুল হক বিজয়ের একটি ছোট পার্টনারশিপ হয়। পরে ৯ ওভার শেষে বিজয়ও প্যাবেলিয়নে ফিরে যান। ৪ নম্বরে ব্যাটিং করতে আসেন সাকিব আল হাসান। সাকিব ও লিটনের ছোট একটা পার্টনারশিপ হয়। কিন্তু ১৯ নং ওভারে লিটন ওয়াশিংটন সুন্দরের বলে ৪১ রান (৬৩ বলে) করে আউট হয়ে মাঠ ত্যাগ করেন। তার পিছন পিছন সাকিবও সুন্দররের বলে ২৯ রান (৩৮ বলে) করে আউট হয়ে ২৩ নং ওভারে মাঠ ছাড়েন। এরপর রিয়াদ, মুশফিক, আফিফ সবাই একের পর এক আউট হয়ে মাঠ ছাড়েন। কিন্তু মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত এক ইনিংসে খেলার চেহারা পরিবর্তন করে দেয়। দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে জিতিয়ে দেন তিনি। কোনো এক অজানা কারণে বার বার ভারতের সাথে জিতার কাছাকাছি গিয়েও হেরেছে বাংলাদেশ। কিন্তু আজ দৃশ্য পাল্টে দিয়েছেন তিনি। যে অবস্থায় কেউ কল্পনা করতে পারেনি সে জায়গায় নতুন বিশ্বাস জাগিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
Discussion about this post