চট্টগ্রাম, ১৪ অক্টোবর, ২০২২:
ফুটবল বিশ্বকাপের গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার ফাইনাল খেলার স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিয়ে অবশেষে আলবেসেলস্তেরা টপকে গেলো সেমি ফাইনাল। আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচে ৩-০ গোলে জিতে নিলো আর্জেন্টাইনরা। গতকাল রাতে বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ক্রোয়াটরা শুরু কিছু সময় পর্যন্ত নড়বড়ে খেললেও মেসির পেনাল্টি শটে নেয়া গোলের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্রোয়েশিয়া। শেষ পর্যন্ত খেলে ক্রোয়াটদের জালে তিন গোল দিয়ে ক্রোয়াটদের আত্মবিশ্বাসে ভালো ধাক্কা দিয়েছে মেসিরা। কারণ গতবারের রানার্সআপ তারা। এবারেও সেই ফাইনাল আসরের কাছে গিয়ে সিটকে পড়ল। সিটকে আরো একধাপ নিচে পড়ে গেল বিশ্ব ফুটবলের র্যাঙ্কিং থেকে।
ক্রোয়াটদের শুরুতে আক্রমণ সামাল দিয়ে ম্যাচে আক্রমণে গেলে ডিবক্সে ফাউলের কারণে পেনাল্টি শট পেয়ে যায় আর্জেন্টাইনরা। পেনাল্টি শট নিতে কোনো ভুল করেননি ফুটবলের অন্যতম তারকা মেসি। ম্যাচের প্রথম গোলটিই এলো ৩৪ মিনিটের মাথায় যাদুকর মেসির পেনাল্টি শুট থেকে। পরের গোলটি করে আলভারেজ ৩৯ মিনিটের মাথায়। এভাবে ২-০ গোলে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও ক্রোয়াটদের পায়ে বল নিয়ন্ত্রণে থাকলেও চাপ কমাতে পারে নি। বরং ৫৯ মিনিটের মাথায় মেসির দারুণ এক এসিস্টে আলভারেজ স্কোরবোর্ড ৩-০ গোলে নিয়ে গিয়ে ম্যাচ নিজেদের করে নেয়। ম্যাচ ফসকে যায় ক্রোয়াটদের হাত থেকে। এখন নিজেদের স্বপ্ন পূরণে মাত্র এক ধাপ পেছনে মাত্র। সেই মীমাংসা হবে ১৮ ডিসেম্বর। কার সাথে তারা মীমাংসায় যাবে তারা। আজ রাতেই সেমিফাইনালের পর তাদের সাথে নির্ধারণ হবে ফান্স না ডাক হর্স মরোক্কানদের লড়াই।
তবে মরোক্কানদের লড়াই কেমন হবে ফান্সের সাথে? কিভাবে এতটা পথ পারি দিল তারা। বিশ্ব ফুটবলের র্যাঙ্কিংয়ে নিচে থাকা একটি দলের জন্য যা অসম্ভবই ছিল। যাদের সেমিফাইনালে আসা কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় বিস্ময়।
এ ব্যাপারে মরোক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগুই। বলেছেন,
আমরা এখানে (সেমিফাইনালে) কোনো যাদু-মন্ত্রের বলে আসিনি। সত্যি তাই গ্রুপপর্বে বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার মতো দলকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। এরপর শেষ ষোলোতে স্পেনের মতো দলকে রুখে দিয়ে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারিয়েছে। আর কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে মরোক্ক।
তাই মরোক্কান কোচের কণ্ঠে আত্মবিশ্বাসের প্রতিধ্বনি। ওয়ালিদ রেগ্রাগুই বলেন, আমরা চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে যাচ্ছি। যাদের রয়েছে সেরা সেরা খেলোয়াড়। বিশ্বের সেরা কোচ। তবে আমরা বিশ্বাস করি আমরা ফাইনালে যেতে পারব। আর যদি ফাইনালে যাই তাহলে কেন শিরোপা জিতবো না? আমরা মোটেও ক্লান্ত নই। আমি আসলে পরিস্কারভাবে বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত লড়বো।
তাহলে কি হচ্ছে আজকে দিবাগত রাতের দ্বিতীয় সেমিফাইনালে। আর্জেন্টাইনরা কাকে পাচ্ছে। যে বিশ্ব ফুটবলের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ডে সৌদি আরবের কাছে ১-০ গোলে হেরে পরের পর্বে খেলতে পারবে কিনা এমন শঙ্কা দেখা দিয়েছিল।
Discussion about this post