চট্টগ্রাম, ১৩ ডিসেম্বর, ২০২২:
শ্রীলঙ্কার কলোম্বোতে গত ২৭-২৮ নভেম্বর অনুষ্ঠিত সাউথ এশিয়ান কারাতে প্রতিযোফগতা-২০২২ এ
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ২ জন কারাতেকার অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় আবু আরাবি মো. রাফি সিলভার ও ইশা ধর ব্রোঞ্জ পদক লাভ করেছে। তাদের এ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ১৩ ডিসেম্বর, মঙ্গলবার, সন্ধ্যায় সিজেকেএস জিমন্যাশিয়াম হলে সিজেকেএস কারাতে কমিটির পক্ষ থেকে তাদের সম্মাননা ও বেল্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন পদকপ্রাপ্ত কারাতেকারদের সম্মাননা ও বেল্ট প্রদান করেন। সিজেকেএস কারাতে কমিটির চেয়ারম্যান শাহজাদা আলমের সভাপতিত্বে ও সম্পাদক দিদারুল আলম মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস এর সহ সভাপতি ও এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), মো. হাফিজুর রহমান, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মোঃ মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস কারাতে কমিটির সহ সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, মো. হাসান, আবু মাসুদ, সরওয়ার খসরু, যুগ্ম সম্পাদক এস এম আরিফ চৌধুরী, কারাতে কমিটির সদস্য জুয়েল ওসমানী, এ বি রনি, শাহজাদা আক্তার সাজু প্রমুখ। বিজ্ঞপ্তি
Discussion about this post