চট্টগ্রাম,১৫ ডিসেম্বর, ২০২২:
শ্রীলঙ্কাকে হারিয়ে দৃষ্টিহীনদের টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। আজ দুপুরে ভারতের বেঙ্গালুরুর এসএসই গ্রাউন্ডে বাংলাদেশ সেমি ফাইনাল খেলতে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামে। প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৩ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করে। বাংলদেশের টপ অর্ডার ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে এই রান সংগ্রহ সম্ভব হয়। বাংলাদেশের পক্ষে সালমান ৩৯ বলে ৬১ রান, মোহাম্মদ আশিকুর রহমান ৪৬ বলে ৭০ রান, মোহাম্মদ আরিফ ৮ বলে ৮ রান, আবিদ ৯ বলে ২০ রান ও শহীদ ৪ বলে ৬ রান করে ১৭ ওভারে চমৎকার একটি রানের পুঁজি দাঁড় করান। আর আবিদ ও শহীদ অপরাজিত থাকেপ। অন্যদিকে বাংলাদেশের ব্যাটারদের পাশাপাশি বোলাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই গুরুত্বপূর্ণ জয়ে।
তারাই দ্বিতীয়ার্ধে দারুণ বোলিং ও ফিল্ডিংয়ে কুপোকাত করে শ্রীলঙ্কাকে। যে কারণে শ্রীলঙ্কা একাদশ ১৪.৩ ওভারে ১২৪ রানে অলআউট হয়ে যায়। এতে
সালমানরা চ্যাম্পিয়ন ট্রপি জয়ের খুব কাছে চলে আসেন।
শ্রীলঙ্কার পক্ষে রুবান ওয়াসান্থা সর্বোচ্চ ২০ বলে ২৪ রান ও সুরাংগা সম্পথ ১২ বলে ২০ রান করে। এবং শ্রীলঙ্কাকে ৬৪ হারিয়ে ভারতের প্রতিপক্ষ হিসেবে ফাইনালে পা রাখে বাংলাদেশ। টুর্নামেন্টের শক্ত প্রতিপক্ষ ভারতকে হারাতে পারলেই বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট টিম চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলবে।
এর আগে সকালে ভারত আফ্রিকাকে হারিয়ে ব্লাইন্ড টি-20 বিশ্বকাপ-২০২২ ফাইনাল নিশ্চিত করে। আগামী ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ভারতের বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচ।
Discussion about this post