কক্সবাজার জেলার উখিয়া থেকে আনুমানিক ৩০ লক্ষ টাকা মূল্যের ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ২৮,৭০,১০০ টাকা, বাংলাদেশী জাল ৩,০০,০০০ টাকা এবং মায়ানমারের মুদ্রা ৩,০৫,০০০ কিয়াট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। র্যাব জানায়, র্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে কক্সবাজার জেলার উখিয়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে জানতে পারে। এই সংবাদে গত ১১ সেপ্টেম্বর র্যাব-৭ এর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে মোঃ জয়নাল আবেদীন নামে একজন পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব তাকে আটক করে। পরে জয়নালের দেহ তল্লাশি করে তার ব্যাগ থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২৮,৭০,১০০ টাকা উদ্ধার করে ও আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামি জয়নাল উখিয়ার পশ্চিম থাইংলাখীর আব্দুল হকের ছেলে। র্যাবের মিডিয়া উপ-পরিচালক মোঃ নাসির উল হাসান খানের প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
পরে গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে- গত ১২ সেপ্টেম্বর কক্সবাজার জেলার উখিয়ার দক্ষিণ জমিদার পাড়ার বালুখালী এলাকায় অভিযান চালায় র্যাব। সেখানে বালুখালীর সৈয়দ আলমের পুত্র পলাতক আসামি মোঃ জাহাঙ্গীর (৩০) ও মোঃ মাহমুদুল হকের বসত ঘর তল্লাশি করে ৯,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, বাংলাদেশী জাল ৩,০০,০০০ টাকা এবং মায়ানমারের মুদ্রা ৩,০৫,০০০ কিয়াট উদ্ধার করা হয়। জয়নাল জানিয়েছে -তারা দীর্ঘদিন যাবৎ পলাতক আসামিদের সহযোগিতায় মায়ানমার হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ১০,০০০ ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। পরে আসামি জয়নাল ও উদ্ধারকৃত আলামত উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
Discussion about this post