চট্টগ্রাম, ৩ জানুয়ারি, ২০২৩:
র্যাব-৭, চট্টগ্রাম চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এলাকা হতে ৯৩,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবদুর রহিম নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন বৈরাগী এলাকায় একটি বাসভবনে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার খবর পেয়ে র্যাব অভিযান চালিয়ে র্যাব গত ২ জানুয়ারি আসামী মোঃ আব্দুর রহিম (৩০), পিতা-মোঃ ইলিয়াস, সাং-বদলপুরা, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রামকে আটক করে। আব্দুর রহিম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছে।
কক্সবাজার জেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০২ কোটি ৮০ লক্ষ টাকা।
র্যাব ইয়াবা বিক্রেতা আব্দুর রহিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। বিজ্ঞপ্তি