চট্টগ্রাম, ৭ অক্টোবর, ২০২৩:
ডাকাতিসহ স্বর্ণ ব্যবসায়ীকে খুনের মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে র্যাব। ফেনীর স্বর্ণ ব্যবসায়ী অর্জুন চন্দ্রের স্বর্ণের দোকানে ডাকাতি ও তাকে হত্যার মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের সহকারী পরিচালক নুরুল আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ঘটনার বিবরণে জানা যায়, ফেনী জেলার সোনগাজী এলাকায় স্বর্ণের ব্যবসায়ী ঘটনার ভুক্তভোগী ভিকটিম অর্জুন চন্দ্র ভাদুড়ী (৫৭) দীর্ঘদিন যাবত স্বর্ণ ব্যবসা করে আসছিলেন। গত বছর ৩০ অক্টোবর আনুমানিক পৌণে ২ টায় ২টি মোটর সাইকেলযোগে ৪ জন অজ্ঞাতনামা ডাকাতদল সদস্য তার স্বর্ণের দোকানে ঢুকে তাকে দেশি চাপাতি দ্বারা কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত করে এবং দোকানের শো-কেস ভেঙ্গে ও লকার খুলে ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে যার বাজার মূল্য আনুমানিক আটাশ লক্ষ টাকা। ভিকটিম অর্জুন চন্দ্র জীবন রক্ষার্থে চিৎকার করলে আশ-পাশের এলাকা হতে লোকজন এগিয়ে আসলে ডাকাত দলের সদস্যরা ককটেল বিষ্ফোরণ করে জনমনে আতংক সৃষ্টি করে মটর সাইকেলযোগে পালিয়ে যায়। পরে আহত অজৃুন ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরে র্যাব আসামিদের ধরতে অভিযানে নেমে প্রত্যক্ষদর্শী এবং সিসিটিভি ফুটেজের তথ্য বিশ্লেষণ করে ডাকাত দলের লাল ও কালো রঙের ২ টি মোটর সাইকেলের মধ্যে কালো মটর সাইকেল সহ পিরোজপুরের মটবাড়িয়ার টিটিকাটা বেসকী গ্রামের আলতাফ হাওলাদারের পুত্র মোঃ জাফর হাওলাদরকে (২৮) ৩০ ডিসেম্বর কালো মটর সাইকেলসহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে অঅসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ৬ জানুয়ারি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন চরদুয়ানী বাজার এলাকা হতে অজ্ঞাতনামা আসামী ১। মোঃ রাকিব (২০), পিতা-মোঃ ইউসুফ এবং ২। মোঃ আয়নাল মালকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকালে ধৃত আসামী মোঃ রাকিব (২০) এর নিকট হতে ডাকাতি সংঘটিতকালে ব্যবহৃত লাল রংয়ের পালসার মটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post