চট্টগ্রাম, ১১ জানুয়ারি, ২০২৩:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এ বছর আয়োজন করা হবে অমর একুশে বইমেলা। আগামী ৮ ফ্রেরুয়ারি থেকে শুরু হবে। এম এ আজিজ স্টেডিয়ামে ২১ দিন ব্যাপি চলবে এই মেলা। ১১ ডিসেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টাইগার পাস কার্যালয়ে আয়োজিত মেলার প্রস্তুতি সভায় চসিকের ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন এসব তথ্য জানান।
যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না তাদের বই মেলায় রাখা কিংবা বেচাবিক্রি করা যাবে না বলে সভায় জানানো হয়।
সভায় চট্টগ্রামের লেখক, প্রকাশক, কবি, সাহিত্যিক,সাংবাদিক, সংস্কৃতিকর্মী, পেশাজীবী ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
অমর একুশে বই মেলা উপলক্ষে ১৮ জানুয়ারি থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়েব সাইট থেকে প্রকাশকরা স্টল বরাদ্দের ফরম সংগ্রহ করতে পারবে। মেলায় ১৪ ফেব্রুয়ারি বসন্ত উৎসব উদযাপন করা হবে।