চট্টগ্রাম,২১ জানুয়ারি, ২০২৩:
চট্টগ্রামে হৃদ রোগের চিকিৎসায় একের পর এক নতুন নতুন কার্ডিয়াক চিকিৎসাকেন্দ্র চালু করা হচ্ছে। এর মধ্যে দাতব্য কার্ডিয়াক সেন্টার যেমন তেমনি বাণিজ্যিক চিকিৎসা কেন্দ্রগুলোও বসে নেই। গতকাল সিএসসিআরে চালু করা হয়েছে ‘সিএসসিআর কার্ডিয়াক সেন্টার’এর। এটির উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে গত ২০ জানুয়ারি রেডিসন ব্লু হোটেলে।
এর আগে গত ২৫ নভেম্বর চট্টগ্রামে উদ্বোধন করা হয় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন।
অনুষ্ঠানে বক্তারা বলেছেন, চট্টগ্রামে এখন ৬টি সেন্টারে হার্টের চিকিৎসা হয়। চট্টগ্রামের রোগী চট্টগ্রামেই হার্টের চিকিৎসা নেবে, একসময় এটা আমাদের স্বপ্ন ছিল। আমার মনে হয়, বর্তমানে আমরা সে পর্যায়ে এসে গেছি।
অর্থাৎ কার্ডিয়াক সেন্টারগুলোর চিকিৎসার মান ভালো এটা বুঝাতে অতিথি বিশেষজ্ঞ চিকিৎসক প্রখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. এন এ এম মোমেনুজ্জামান এসব কথা বলেছেন।
অনুষ্ঠানে জানানো হয়েছে– সিএসসিআর কার্ডিয়াক–এ ৩২ জন ডাক্তার থাকবেন। অর্থাৎ এটি সম্পূর্ণ ডাক্তার বেইজড একটি প্রতিষ্ঠান।
সিএসসিআর কার্ডিয়াক চট্টগ্রাম একটি আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ হৃদরোগ চিকিৎসা সেবা কেন্দ্র। জরুরি হৃদরোগের চিকিৎসায় আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি রয়েছে বলে তারা জানিয়েছে।
করোনারি রোড ম্যাপ, আইবাস ও আইএফআর রয়েছে তাদের। ইন্টারভেনশনাল কার্ডিওলজির দক্ষ, অভিজ্ঞ টেকনিশিয়ান, নার্স ও সাপোর্ট স্টাফ ও প্রশিক্ষিত টিম রয়েছে তাদের। যারা বিশ্বমানের সেবা দিতে পারে।
কার্ডিয়াক সার্জারি সুবিধা চালু করার বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হয়।হার্ট ফেইলিওর ক্লিনিক চালু কথাও তুলে ধরা হয় সেখানে। গত বছর অক্টোবর থেকে এই হৃদরোগ চিকিৎসা কেন্দ্রটি চালু করা হয়েছে।
Discussion about this post