চট্টগ্রাম,৩ ফেব্রুয়ারি, ২০২৩:
দেশি-বিদেশি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের সম্মিলনে মধ্য দিয়ে সদারঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ বাংলাদেশ আয়োজিত ২ দিনের ২৬ তম জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন আজ সন্ধ্যায় থিয়েটার ইন্সটিটিউট, চট্টগ্রামের অডিটোরিয়ামে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জাতীয় একুশ পদকে ভূষিত নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ ইকবাল হায়দার। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আনোয়ার পাশা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শাস্ত্রীয় সঙ্গীত মানুষের মানুষ হয়ে উঠার অন্যতম একটি সাধনার পথ। শাস্ত্রীয় সঙ্গীতের সুরের সাধনায় যারা ব্যস্ত তারা সাধারণ মানুষ নয়। যে কারণে শাস্ত্রীয় সঙ্গীত সাধারণ বা জনপ্রিয় কোন সঙ্গীত নয়। জীবনের রহস্য উন্মোচনের একটা উপায় শাস্ত্রীয় সঙ্গীত।
সৃষ্টি যেমন রহস্য, শাস্ত্রীয় সঙ্গীত সেই রহস্য উন্মোচনের একটি প্রয়াস। উদ্বোধনের পর
“তুম তা না না রি রে নোম, রি রে নোম তা না না নোম” এই সাংগীতিক শব্দযোগে, সম্মেলক ধ্রুপদী সুরের মাধ্যমে আভির্ভাব হলো রাগ কেদারের। শুদ্ধ মধ্যম ও কোমল নিখাদের সাথে তবলার পাখোয়াজি বোলের যুগলবন্দী, তানপুরার অবারিত অনুরণন থেকে সৃষ্ট সুরের মূর্ছনা- সমাগত শ্রোতাদের নিয়ে গেলো এক পরম আনন্দলোকে। উচ্চাঙ্গ সংগীতের অতি প্রাচীন সংগীত ধারা ‘ধ্রুপদ” পরিবেশনার মধ্য দিয়ে। রাগ কেদারের সুরে বার মাত্রায় চৌতালে নিবদ্ধ পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর সুর বিন্যাসে সম্মেলক ধ্রুপদ পরিবেশন করেন সদারঙ্গের শিক্ষার্থী সদস্যবৃন্দ। তবলায় সঙ্গত করেন শিল্পী রাজীব চক্রবর্তী।
এরপর, একক রাগ পরিবেশন পর্বে- রাগ মেঘমাল্লার পরিবেশন করেন কুমিল্পার শিল্পী ফারুক আহম্মেদ, তবলায় ছিলেন চট্টগ্রামের শিল্পী সানি দে। হারমোনিয়ামে ছিলেন ফাল্গুনী বড়ুয়া।
রাগ মধুবন্তীতে মুগ্ধ করেন চট্টগ্রামের শিল্পী প্রমিত বাড়ুয়া। তবলায় ছিলেন রাজীব চক্রবর্তী।
রাগ বেহাগের বিরহী রূপ ফুটে তোলেন ঢাকার শিল্পী দিপ্তী সমাদ্দার দিপু। তবলায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রশান্ত ভৌমিক।
সেতারে রাগ চারুকেশি পরিবেশন করেন খুলনার শিল্পী জ্যোতি ব্যানার্জী। রাগ ভাটিয়ারীতে ধুন পরিবেশনার মধ্য দিয়ে সম্মেলনের প্রথম দিনের সমাপ্তি হয়।
কাল ৪ ফেব্রুয়ারি তৃতীয় ও প্রভাতী অধিবেশনে- সকাল ৯টায় শুরু হবে শিশু-কিশোরদের উচ্চাঙ্গ সংগীত পরিবেশনা। ৪র্থ অধিবেশনে- সেমিনারে ‘তবলার একক বাদন ও সঙ্গত’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন প-িত শ্যামল দেব, আলোচক হিসাবে থাকবেন প-িত সুভাষ কান্তি দাস। পঞ্চম অধিবেশনে- সন্ধ্যা ৬টায় শুরু হবে উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করবেন – প-িত শ্যামল দেব (তবলা), আগরতলা, ত্রিপুরা; প-িত সুভাষ কান্তি দাস (তবলা), দিল্পী; আলমগীর পারভেজ সুমন (কণ্ঠ), রাজশাহী; পারমিতা দাশ মুমু (কণ্ঠ), আমেরিকা;
দিপ্তনীল ভট্টাচার্য (সরোদ), পশ্চিমবঙ্গ; অপরাজিতা চৌধুরী (বেহালা); মো. হোসাইন চিশতী (তবলা লহড়া); অনিন্দ্য দে (তবলা লহড়া); মনস্বিতা দে (কণ্ঠ); আদৃতা রুদ্র (কণ্ঠ)।
সদারঙ্গের এবারের সম্মেলন উৎসর্গ করা হয় ব্রাহ্মণবাড়িয়ার শিবপুরের খাঁ বাড়ির ছোট সন্তান বাবা আলাউদ্দিনের কনিষ্ঠ ভ্রাতা উস্তাদ আয়েত আলী খাঁ-কে।
Discussion about this post