চট্টগ্রাম,১৮ ফেব্রুয়ারি,২০২৩:
করাচি পুলিশ প্রধানের কার্যালয়ে তেহরিক ই তালেবানের জঙ্গিরা হামলা চালিয়েছে। ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে শুরু হওয়ার পর সাড়ে তিন ঘণ্টা গোলাগুলির মধ্যে দুই হামলাকারী জঙ্গি ও তিনজন পুলিশ নিহত হয়েছেন। এছাড়া ৩ জন জঙ্গি নিজেদের উড়িয়ে দেয়। নিহতের মধ্যে একজন সাধারণ নাগরিকও রয়েছেন। সন্ধ্যা ৭টার দিকে সন্ত্রাসীরা করাচি পুলিশ হেডকোয়ার্টার্সে হামলা করে। তাদের গুলি ও বোমার বিস্ফোরণে পাঁচতলার পুলিশ হেডকোয়ার্টার্স ও চারপাশে প্রকম্পিত হয়ে উঠে। এ সময় ভেতর থেকে পুলিশ হেডকোয়ার্টার্সের লাইট নিভিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়।
সিন্ধু সরকারের মুখপাত্র মুর্তজা ওয়াহাব নিশ্চিত করেছেন, করাচি পুলিশ অফিস তাদের নিয়ন্ত্রণে রয়েছে। চার ব্যক্তি শহীদ হয়েছেন। তাদের মধ্যে ২ জন পুলিশ, একজন রেঞ্জার সৈনিক অপর জন সাধারণ লোক। আহত ১৪ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
দক্ষিণের ডিআইজি ইরফান বালুচ বলেছেন, কমপক্ষে ৬ জন সন্ত্রাসী পুলিশের পোশাক পরে করাচি পুলিশ প্রধানের ভবনে হামলা চালায় যখন সেখান পুলিশ প্রধান অবস্থান করছিলেন।
তেহরিক ই তালিবান পাকিস্তান হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তান ট্রিবিউনের খবর