বিপ্লব বিজয় বিশ্বাস’র কবিতা
ভালোবেসে কাছে আসো যদি
ভালোবেসে কাছে আসো যদি
আলাপী রসাস্বাদনে মুগ্ধ হয়ে যাবে
মুগ্ধতা পাবে দেহের মিষ্টিক ঘ্রাণে ।
ভালোবেসে কাছে আসো যদি আনন্দ উচ্ছ্বাসে
খোলা আকাশ দেবো —
মুক্ত বাতাস দেবো
শান্তিসরোবরে ডুব দেবো
তুমি আর আমি ।
পাহাড় দেখতে চাও ?
হিমালয়ে যেতে চাও যদি
বিলক্ষণ নিয়ে যাবো দেখতে পাবে সব ।
সাদা মেঘ ছুঁতে চাও তো
ছুঁইয়ে দেবো নিশ্চিত ।
উড়তে চাও ?ওড়াবো
তোমাকে যন্ত্র দোলায় ।
নাগর দোলায় চড়তে চাওতো—-কেন নয় ?
ভালোবেসে কাছে আসো যদি মন বেঁধে
আবেগের ঝর্ণাধারায় মিলেমিশে স্নাত হবো
সকাল- বিকাল
চাঁদের অনুরাগ মেখে জুড়াবো হৃদয় ।
সমুদ্র দেখতে চাও ?
দেখাবোতো বটেই
ঢেউ ছুঁতে চাও যদি ছুঁইয়ে দেবো
শুনতে পাবে সমুদ্র -বাতাসের মিতালি ভজন ।
গোধূলির মূর্ছনা শুনতে চাও যদি –
-শোনাবো শোনাবো।
রংধনুর আবেগি বার্ত শুনতে চাও?
ঘূর্ণির স্বর ?
কান পেতে দাও বুকে মনপ্রাণ সঁপে
রঙের ঐশ্বর্যে ঐশ্বর্যময়ী হবে মন–ঊষর জীবন ।
শরতের আবেগ মেখে আমরা দুজনে
সূর্যাস্ত দেখে নেবো মিলেমিশে আনন্দবনে ।
কাছে এসে বসো যদি
ভালোবেসে উচ্চাভিলাষ ঝেরে
আদর সোহাগ পাবে —-
পূর্ণিমা বিলাস
-বকুলগহনা পাবে ।
কচুরিপানার ফুলে ফুলে সাজাবো বাসর
হিজলফুলের মুকুট দেবো –
তমাল ফলের মালা
ভাঁটফুলের যৌবনে যৌবনে সাজাবো আসন।
দূর্বাফুলের কমনীয়তা পাবে
ধুতুরার শুভ্র পালক
লজ্জাবতী ফুলে ফুলে সাজাবো তোমাকে ।
Discussion about this post