রাফিক ঐশিক ও অভ্র তাদের চার বন্ধু যশোর থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। তাদের মধ্যে রাফিক ঐশিকের ভেসে আসা লাশ গত শুক্রবার বিচকর্মিরা উদ্ধার করেন। ঐশিক যশোরের কোতোয়ালি থানা এলাকার আসাদুজ্জামানের ছেলে।
আজ শনিবার বিচকর্মিরা সাগরে ভেসে থাকা মেহের ফারাবি অভ্র নামে একজনের মরদেহ উদ্ধার করেছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ¯্রােতে ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ফারাবি অভ্র শুক্রবার সৈকতের সী-গাল পয়েন্টে থেকে মৃত উদ্ধার হওয়া রাফিক ঐসিকের সঙ্গে কক্সবাজার এসেছিল। অভ্র ও ঐশিকের মৃত্যু কি কারণে হয়েছে- তা জানতে পুলিশ অভ্র ও ঐশিকের চার বন্ধুকে আটক আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ হাসান।
এদিকে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সৈকতের সিগাল পয়েন্টে তিন ঘণ্টার ব্যবধানে দুটি লাশ ভেসে এসেছিল। তাদের মধ্যে একজন ছিলেন অভ্র। অপর জন কক্সবাজার শহরের কলাতলীর চন্দ্রিমা এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ ইমন (১৭)।
এছাড়া শুক্রবার কক্সবাজার থেকে আরও দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছিল। তারা হলেন- চট্টগ্রামের রাফসানুল হক(৩০) এবং মুনতাসীর প্রিয়াম(২৮)। তারা আলাদাভাবে কক্সবাজার ঘুরতে গিয়েছিল। তবে অতিরিক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে ঐশিক ও অভ্রর বিষয়ে পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ হাসান জানান, গত ১৬ সেপ্টেম্বর যশোর থেকে ৭ জন কক্সবাজার বেড়াতে এসেছিল। তারা হোটেল বিচ হলিডেতে ছিল। এর মধ্যে শুক্রবার সৈকতের সিগাল পয়েন্ট থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঐশিকের ব্যাপারে নানাভাবে প্রচারণা চালানো হলেও তার বন্ধুরা কোনো সাড়া দেয়নি। একেবারে নীরব ছিল। ফলে তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এরমধ্যে আজ যখন নাজিরারটেক থেকে অভ্রর মরদেহ উদ্ধার করা হয় তখন তারা বিচকর্মীরা মাইকিং শুরু করলে ৪ যুবক এসে তাদের সঙ্গে আসা ২ সঙ্গী নিখোঁজ বলে জানান। এরপর চার যুবককে নিয়ে মৃত ২ জনকে সনাক্ত ও তাদের পরিচয় নিশ্চিত করা হয়। মৃত দু’জনই যশোরের কতোয়ালি এলাকার বাসিন্দা।
এ ঘটনায় নিহত অভ্র ও ঐশিকের চার সঙ্গী রোহান উদ্দিন, রায়হান মাসুদ, ফারদিন খান ও মুহিবুল হাসান জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তারা সবাই একই এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে – জিজ্ঞাসাবাদে বলার মত এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
Discussion about this post