চট্টগ্রাম, ১৪ মার্চ, ২০২৩:
মিরপুরের মাঠে নতুন ইতিহাস। বাংলাদেশ বনাম ইংল্যান্ড ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ৩য় ম্যাচটি সম্পন্ন হয়েছে আজ। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে টাইগাররা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন লিটন দাস। তিনি ৫৭ বলে ৭৩ রান করেন। ৭৩ রানের মধ্যে ছিল ১০ টি চার ও ১টি ছয়। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন নাজমুল হোসেন শান্ত। তিনি ৩৬ বলে ৪৭ রানের একটি ইনিংস খেলেন। রনি তালুকদার করেন ২২ বলে ২৪ রান। অধিনায়ক সাকিব আল হাসান করেন ৬ বলে ৪ রান। সব মিলিয়ে টাইগার ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করেছেন। তাদের মোট সংগ্রহ ছিল ১৫৮ রান। বিপরীতে ইংলিশ বোলাররা টাইগারদের মাত্র দুটি উইকেট নিতে সফল হয়েছে। প্রথম উইকেটটি নেন আদীল রশীদ তিনি রনি তালুকদারের উইকেট নেন। দ্বিতীয় উইকেটটি নেন ক্রিস জর্ডান। তিনি লিটন দাসের উইকেটটি তুলে নিয়েছেন। ১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খাই ইংলিশ ব্যাটসম্যানরা। প্রথম ওভারেই ডেবুটান্ট তানভীর ইসলামের বলে পরাস্ত হোন ফিল সল্ট। এরপর থেকে ১৩ ওভার পর্যন্ত কোনো উইকেট তুলতে পারেনি টাইগার বোলাররা। ডেবিড মালান ও জস বাটলার ম্যাচ নিজেদের করে নিয়েছিলেন। ততক্ষণে তাদের দলীয় সংগ্রহ ছিল মোট ১০০ রান। দেখে বুঝা যাচ্ছিল বাংলাদেশ ম্যাচটি হারাতে বসেছে। কিন্তু ১৪ তম ওভারে মোস্তাফিজের বলে তাদের জুটি ভেংগে যায়। ডেবিড মালানকে সাজঘরে ফেরান ফিজ।একই ওভারের দ্বিতীয় বলে রান নিতে গিয়ে মিরাজের দারুণ থ্রোতে রান আউট হন জস বাটলার। তখন থেকেই মূলত পরিস্থিতি পাল্টাতে থাকে। মঈন আলীও তেমন কিছুই করতে পারেননি। তিনি ১৭তম ওভারে ১০ বলে ৯ রান করে তাসকিনের বলে মিরাজকে ক্যাচ দিয়ে বসেন। বেন ডাকেটও একই ওভারে তাকে অনুসরণ করে প্যাভলিয়নের দিকে ফিরে যান। স্যাম করন ১৯তম ওভারে সাকিবের বলে প্যাভলিয়নে ফিরে যান। ৬ বলে ৪ রান করেন তিনি। ক্রিস উক্স ও ক্রিস জর্ডান চেষ্টা করলেও ম্যাচ বাঁচাতে পারেননি তারা। শেষের দিকে দুর্দান্ত বোলিং করেছেন টাইগাররা। বিগত চার মাস আগে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নদের ক্লিন সুইপ করা সহজ কথা নয়। অবশেষে ইতিহাস তৈরি করেছেন টাইগাররা। হোয়াইট ওয়াশ হল ইংল্যান্ড। টি টোয়েন্টি সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ নিজেদের সামথ্যের পরিচয়। রচিত হয়েছে নতুন ইতিহাস।
Discussion about this post