চট্টগ্রাম, ১৭ মার্চ, ২০২৩:
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালকে (সিআইএমসিএইচ) কোভিড চিকিৎসায় বিশেষ অবদানের জন্য স্মারক সম্মাননা প্রদান করেছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত ১৪ মার্চ বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ এসোসিয়েশন কর্তৃক সোনারগাঁ হোটেলের ওয়েসিস হলে অনুষ্ঠিত কোভিড চিকিৎসায় বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের উল্লেখযোগ্য ভূমিকার জন্য তিনি এ পুরস্কার তুলে দেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ বিংশ শতাব্দীর ভয়াবহ মহামারি কোভিড-১৯ মোকাবেলায় অত্যন্ত সফল ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। যার ফলশ্রুতিতে কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্বে ৫ম স্থানে অবস্থান করছে। সফল কোভিড ভ্যাকসিনেশনে বাংলাদেশ এশিয়ায় তৃতীয় স্থানে অবস্থান করছে। সরকারি হাসপাতালের পাশাপাশি বাংলাদেশে কোভিড-১৯ মহামারির শুরু থেকেই বেসরকারি মেডিকেল কলেজ কোভিড চিকিৎসায় যে ভূমিকা রাখেন মন্ত্রী তার প্রসংশা করেন। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে কোভিড-১৯ চিকিৎসায় ৬৪% ভূমিকা রেখেছে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। তিনি বাংলাদেশের মোট ২৩টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড চিকিৎসায় অনন্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক তুলে দেন। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল (সিআইএমসিএইচ) এর পক্ষে মন্ত্রীর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন পরিচালনা কমিটির সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ। এতে আরো উপস্থিত ছিলেন- চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক মো. নুরুন্নবী ও সিআইএমসিএইচ এর উপ-পরিচালক (প্রসাশন) মো. ইসমাইল।
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর শুরু থেকেই আক্রান্ত ও সন্ধিগ্ধ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিল সিআইএমসিএইচ। ৫০০ বেডের এ হাসপাতালে শুরুতে কোভিড-১৯ রোগীদের জন্য ডেডিকেটেড ইউনিটের মাধ্যমে চিকিৎসা সেবা শুরু করে। অক্সিজেন প্লান্ট, বায়-প্যাপ মেশিন, অক্সিজেন কনসেন্ট্রেটর, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা (এইচএফএনসি) ও চিকিৎসক, নার্স ও সাপোর্টিং স্টাফের সমন্বয়ে একটি ডেডিকেটেড টিমের মাধ্যমে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়েছে সিআইএমসিএইচ। বিজ্ঞপ্তি
Discussion about this post