চট্টগ্রাম, ২২ মার্চ,২০২৫:
আশ্রয়ণ- ২ প্রকল্পের চতুর্থ ধাপে সাতটি জেলা ও ১৫৯টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ ২২ মার্চ তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপে গৃহহীন ও ভূমিহীনদের ঘর উপহার প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা এই সাত জেলায় কোনো গৃহহীন ও ভূমিহীন নেই। এই সাত জেলার সকল উপজেলা সহ মোট ১৫৯ উপজেলায় কোনো ভূমিহীন ও গৃহহীন নেই। এই হিসাবে আশ্রয়ণ প্রকল্পের অধীনে মোট নয়টি জেলা ও ২১১টি উপজেলা গৃহহীন-ভূমিহীনমুক্ত হল।
আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের ৩৯ হাজার ৩৬৫টি আধাপাকা বাড়ি উপহার দেন।
আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে এই পর্যন্ত মোট ২,১৫,৮২৭ টি ঘর বিতরণ করা হল। এর আগে গত বছর আশ্রয়ণ-২ প্রকল্পের প্রথম ধাপে ৬৩ হাজার ৯৯৯টি, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৩৩০টি এবং তৃতীয় ধাপে ৫৯ হাজার ১৩৩টি বাড়ি হস্তান্তর করেছিলেন প্রধানমন্ত্রী।
১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত আশ্রয়ণ প্রকল্পের আওতায় মোট ৭,৭১,৩০১টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত