চট্টগ্রাম, ৪ এপ্রিল, ২০২৩:
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকা-ে প্রায় ৪ হাজার দোকান পুড়ে গেছে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। সকাল সাড়ে ছয়টার দিকে অগ্নিকা-ের সূত্রপাত হলেও দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। যোগ দিয়েছেন সেনা, নৌ, বিমান, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যগণ। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছেন দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আকাশ থেকে তিনটি হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে।
সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, অগ্নিকা-ে এ পর্যন্ত প্রাণহানির কেনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ৩ সদস্যসহ ১২ জন ধোঁয়ায় অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। এদিকে বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের কয়েকটি ভবনে। আশপাশের সড়কে বন্ধ রয়েছে যান চলাচল।
জানা গেছে, বঙ্গবাজারে আগুনের ঘটনায় সার্বিক খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি সমন্বয় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। –সময় দুপুর ১২. ৩৪ ঘণ্টা
Discussion about this post