চট্টগ্রাম, ৪ এপ্রিল, ২০২৩:
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকা-ে প্রায় ৪ হাজার দোকান পুড়ে গেছে বলে সংবাদ মাধ্যমগুলো ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের বরাতে জানিয়েছে। সকাল সাড়ে ছয়টার দিকে অগ্নিকা-ের সূত্রপাত হওয়ার পর দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনা¯’লে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। সকাল থেকে অগ্নিকা-ের সূচনার পর আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ, বিমান, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যগণ। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে যোগ দেয় দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আকাশ থেকে তিনটি হেলিকপ্টার থেকেও পানি ছিটানো হয়।
সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, অগ্নিকা-ে প্রাণহানির কেনো খবর পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের ৩ সদস্যসহ ১২ জন ধোঁয়ায় অসু¯’ হয়ে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। খবওে জানা গেছে, আশপাশের কয়েকটি ভবনে বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়লেও সেই আগুনও নিয়ন্ত্রণে এসেছে।
অগ্নিকা-ের ঘটনায় আশপাশের সড়কে বন্ধ রয়েছে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
জানা গেছে, বঙ্গবাজাওে অগ্নিকা-ের পর থেকে সার্বিক খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি সমন্বয় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।