চট্টগ্রাম, ১৯ এপ্রিল, ২০২৩:
বিদ্যানন্দ ফাউন্ডেশন বঙ্গবাজারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১০০ জনের হাতে ১ কোটি টাকা অনুদান দিয়েছে। যেখানে প্রতি ব্যবসায়ীকে ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে।
রাজধানীর শিল্পকলা একাডেমিতে আজ ১৯ এপ্রিল এক অনুষ্ঠানের মাধ্রমে এই চেক হস্তান্তর করেন ঢাকার জেলা প্রশাসক মো. মোমিনুর রহমান। ঢাকা জেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানন্দের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ, বোর্ড সদস্য জামাল উদ্দিন, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুল আমিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যানন্দ জানিয়েছে, তাদের অনলাইন ক্যাম্পেইনে প্রায় দুই কোটি টাকা অনুদান পাওয়া গেছে। প্রথম ধাপে ১ কোটি টাকা দেওয়া হয়েছে আজ। বাকী ১ কোটি টাকা ঈদের পর দেওয়া হবে।
বঙ্গবাজারে অগ্নিকা-ের পর বিদ্যানন্দ অনলাইনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেও পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানায়। জেলা প্রশাসনের সহায়তায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে। পরে সবকিছু যাচাই বাছাই করে ঈদ উপলক্ষে তাদের এই সহায়তা দেওয়া হল।
বিদ্যানন্দের আহ্বানে সাড়া দিয়ে মন্ত্রী থেকে শুরু করে সেলিব্রেটি সহ বিভিন্ন মানুষ বিদ্যানন্দকে টাকা দেয় ব্যবসায়ীদের সহায়তা করার জন্য।