চট্টগ্রাম, ২০ এপ্রিল, ২০২৩:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঈদ জামাতের মাঠ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের মাঠ পরিদর্শন করেছেন আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
কয়েকদিন ধরে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠটি ঈদের নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছিল। এজন্য সামিয়ানা টাঙানো, বিদ্যুৎ সংযোগ স্থাপন, পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছিল। আজ দুপুরে এই প্রস্তুতি পরিদর্শনে গিয়ে চসিক মেয়র বলেন, এই মাঠে প্রায় ৫০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করবেন। এজন্য যথাযথ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, চলাচলের ব্যবস্থা, যাওয়া আসা, পানি সরবরাহ সব কিছুই থাকবে। অন্যান্য সকল প্রস্তুতি যথা সময়ে সম্পন্ন হবে। কাজ চলছে।
পরিদর্শনে মেয়রের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব সহ কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তাগণ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এই মাঠে প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর ৪১ ওয়ার্ডে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এছাড়া নগরে চসিকের তত্ত্বাবধানে সকাল ৮টায় সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে নগরের ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ১টি করে প্রধান ঈদ জামাত নিজ নিজ এলাকার মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হবে।
এছাড়া চট্টগ্রাম কেন্দ্রিয় ঈদ জামাত কমিটির উদ্যোগে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে ঈদের নামাজ আদায় করবেন মুসুল্লিরা।