চট্টগ্রাম, ২৩ এপ্রিল, ২০২৩:
এবারের রমজান মাস গেছে অত্যন্ত গরমে। দেশে এ বছর ঈদের আগে আগে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। তাপমাত্রার অনুভূতি ছিল আরও তীব্র। বাতাসে ছিল না কোনো জলীয় বাস্প।
কিন্তু ঈদের দু’একদিন আগে থেকে কমতে থাকে তাপমাত্রার পারদ। এমনকি ঈদের দিন ও ঈদেও পরের দিন তাপমাত্রা যেমন কমেছে তেমনি কোথাও কোথাও কোথাও হালকা বৃষ্টিও নেমেছে। বাতার প্রবাহও বাড়ে। এতে স্বস্তি নামে ঈদ উদযাপনে।
এতে গতকাল স্বস্তিতে ঈদের জামাতে অংশ নেন মুসুল্লিরা। আজও তাপমাত্রা সহনীয় পর্যায়ে। তবে দেশের ২০ জেলার ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস থাকায় দেশের নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার সকাল পৌনে ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত এ সংকেত বহাল থাকবে বলে আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এটাকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা বলা হচ্ছে।
এছাড় আজ রবিবার ও কাল সোমবারও দেশের আটটি বিভাগের কোথাও না কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির কারণে কমে আসবে তাপমাত্রা।
আবহাওয়া বিভাগ আরও জানায়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে ঝড়োবাতাস বয়ে যেতে পারে।
চট্টগ্রামে আজকের তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস।
Discussion about this post