অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ৭.৬১ লাখ কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এবারের এই বাজেট পেশ করা হবে।
এবারের বাজেট বক্তব্যের শিরোনাম- ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’। এতে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ করার কথা তুলে ধরবেন তিনি।
এটি হবে দেশের ৫২ তম বাজেট এবং পাঁচ মেয়াদে আওয়ামী লীগ সরকারের ২৪তম বাজেট।এবারের বাজেটটি হবে বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের টানা ৫ম বাজেট।
ঈদ উল আযহার ছুটির কারণে সাধারণ নিয়মের একটু আগে ২৬ জুন বাজেট পাস হবে বলে আশা করা হচ্ছে।
এবারের বাজেট হবে ‘স্মার্ট বাংলাদেশ’ নির্মাণের জন্য প্রথম বাজেট।
এই বাজেট স্বাস্থ্য, কৃষি, খাদ্য উৎপাদন এবং ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেবে এবং পাশাপাশি সারা বছর ধরে বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচি থাকবে।
পাশাপাশি, সামাজিক নিরাপত্তা জালের কভারেজও বাড়ানো হবে।
১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে তাজউদ্দিন আহমেদ ৭৮৬ কোটি টাকার প্রথম বাজেট ঘোষণা করেছিলেন। ছবি; সংগৃহীত, বিগত বছরের বাজেট ঘোষণার ছবি